এক্সপ্লোর
General Knowledge: চেয়ার-টেবিলকে বাংলায় কী বলে? উত্তর দিতে নাজেহাল অনেকেই, আপনি পারলেন?
চেয়ার-টেবিলকে বাংলায় কী বলে? উত্তর দিতে নাজেহাল অনেকেই, আপনি পারলেন?
চেয়ার, টেবিল কিন্তু বাংলা শব্দ নয়!
1/8

টেবিল এবং চেয়ার- নিত্যদিনের ব্যবহার্য। যেগুলি ছাড়া প্রতিদিনের জীবন ভাবাই যায় না। চেয়ার, টেবিল কিন্তু বাংলা শব্দ নয়।
2/8

চেয়ার আর টেবিল, এই শব্দ দুটোই ইংরেজি। এর বাংলা বলতে গিয়ে হোঁচট খান অনেকেই। এরও যে বাংলা হতে পারে অনেকেরই অজানা।
3/8

হ্যাঁ, এরও বাংলা শব্দ রয়েছে। তবে নিত্যদিনের জীবনে তা আমরা খুব একটা ব্যবহার করা হয় না।
4/8

চেয়ার এবং টেবিল এই শব্দদুটোর ব্যবহার কিন্তু বাংলায় ছিল। তবে তা এখন ধীরে ধীরে তা হারিয়ে যাচ্ছে।
5/8

টেবিলকে অনেকসময় বাংলায় চৌপায়া বলা হয় আর চেয়ারকে আসন। তবে এরও রকমভেদ রয়েছে।
6/8

তবে আভিধানিক অর্থ বলে, চেয়ারের বাংলা কেদারা, টেবিলের বাংলা মেজ।
7/8

চেয়ারের বাংলা কেদারা শব্দটি পর্তুগিজ কাদেইরা (cadeira) থেকে এসেছে।
8/8

অন্যদিকে, টেবিলের বাংলায় মেজ পঙ্ক্তিচ্যুত শব্দ। বাংলা অভিধানে শব্দটি বহাল তবিয়তে আছে, নেই কেবল তার ব্যবহার।
Published at : 23 Nov 2023 08:05 PM (IST)
View More
Advertisement
Advertisement






















