এক্সপ্লোর
রিল থেকে রিয়েল, কেমন সম্পর্ক অমিতাভ-অভিষেকের?

1/9

রিল থেকে রিয়েল লাইফ, বাবা ছেলের সুন্দর সম্পর্ক সব জায়গাতেই বজায় রয়েছে অমিতাভ ও অভিষেকের মধ্যে।
2/9

3/9

সব ছবি - ইনস্টাগ্রাম
4/9

ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অমিতাভের
5/9

কন্যা আরাধ্যার সঙ্গেও বেশ ভালো বন্ডিং অভিষেকের।
6/9

মঞ্চ থেকে রুপোলি পর্দা, বাড়ি থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গাই ধরা পড়ে তাঁদের সুন্দর সম্পর্কের কথা
7/9

রুপোলি পর্দায় একসঙ্গে ৫টি ছবি করেছেন অমিতাভ ও অভিষেক।
8/9

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন। দুজনেই ভর্তি রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিত্সা য় ভাল সাড়া মিলছে। অমিতাভের বুকে কাফের পরিমাণ কম। অক্সিজেন লেভেল স্বাভাবিক। অন্যদিকে অভিষেকের উপসর্গ তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে।
9/9

জানা গিয়েছে, ৭৭ বছরের অভিনেতাকে বয়সের কথা মাথায় রেখে ওষুধ দেওয়া হচ্ছে। শনিবার রাতে অমিতাভ নিজেই ট্যুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। কিছুক্ষণ পর জানা যায়, অমিতাভ-পুত্র অভিষেকেরও করোনা রিপোর্ট পজিটিভ। প্রথমে জানা গিয়েছিল, বচ্চন পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা হতেই ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের রিপোর্টও পজিটিভ আসে। ঐশ্বর্যা ও আরাধ্যার আরাধ্যার করোনা উপসর্গ তেমন গুরুতর নয়। তাই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন দু’জন।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
