চেলসি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টিরিয়র ডিজাইনে মাস্টার্স করেছেন মিহিকা। সোনম কপূরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক।
4/11
বোনের সঙ্গে মিহিকা।
5/11
রানা বলেছেন, তাঁর বাবা মা ও বোন মালবিকা প্রথমে তাঁর বিয়ের সিদ্ধান্তের কথা শুনে অবাক হয়ে যান, তারপর তা বদলে যায় খুশিতে।
6/11
রানা বলেছেন, তাঁর কাকা, বিখ্যাত দক্ষিণী নায়ক ভেঙ্কটেশের বড় মেয়ে আশ্রিতার সঙ্গে মিহিকা পড়তেন। সেই সূত্রে তাঁদের দীর্ঘদিনের পরিচয়। তবে বিয়ের সিদ্ধান্ত তাঁরা নেন লকডাউনের আগে।