এক্সপ্লোর
Surya-Shani Yuti: সূর্য-শনির জোড়া যোগ, ৪ রাশির জীবনে দোষ-মুক্তি, খুলবে অর্থভাগ্যের দরজা
জুন মাসে এক সঙ্গে গোচর করবে সূর্য ও শনি। এই মাসে ১৫ তারিখ রাশি পরিবর্তন করবে সূর্য। অন্য দিকে এ মাসেই ১৭ তারিখ কুম্ভ রাশিতে বক্রী হবে শনি।
জুন মাসে এক সঙ্গে গোচর করবে সূর্য ও শনি
1/7

শনি হলেন সূর্য দেবতার পুত্র। তবে দুজনের মধ্যে আদর্শগত পার্থক্যের কারণে কেউ কেউ একে প্রতিকূল মনে করলেও তা নয়। হ্যাঁ, পার্থক্যের কারণে তাদের বিপরীত প্রকৃতি রয়েছে। কারো জন্মপত্রিকায় সূর্য ও শনির সংমিশ্রণ সেই ব্যক্তিকে পণ্ডিত ও আত্মকেন্দ্রিক করে তোলে। এই ধরনের লোকেরা সুখী, দৃঢ়সংকল্প, গুণী এবং দোষ থেকে মুক্ত হয়।
2/7

জুন মাসে এক সঙ্গে গোচর করবে সূর্য ও শনি। এই মাসে ১৫ তারিখ রাশি পরিবর্তন করবে সূর্য। অন্য দিকে এ মাসেই ১৭ তারিখ কুম্ভ রাশিতে বক্রী হবে শনি। কাছাকাছি সময়ে পিতাপুত্রের রাশি পরিবর্তনের ফলে সমস্ত রাশির জীবন প্রভাবিত হবে। সূর্যকে মান-সম্মান, পিতা, সরকারি চাকরি কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্য দিকে শনি কর্মফলদাতা ও ন্যায়দণ্ডাধিকারী।
Published at : 17 Jun 2023 01:22 PM (IST)
আরও দেখুন






















