এক্সপ্লোর
Surya-Shani Yuti: সূর্য-শনির জোড়া যোগ, ৪ রাশির জীবনে দোষ-মুক্তি, খুলবে অর্থভাগ্যের দরজা
জুন মাসে এক সঙ্গে গোচর করবে সূর্য ও শনি। এই মাসে ১৫ তারিখ রাশি পরিবর্তন করবে সূর্য। অন্য দিকে এ মাসেই ১৭ তারিখ কুম্ভ রাশিতে বক্রী হবে শনি।

জুন মাসে এক সঙ্গে গোচর করবে সূর্য ও শনি
1/7

শনি হলেন সূর্য দেবতার পুত্র। তবে দুজনের মধ্যে আদর্শগত পার্থক্যের কারণে কেউ কেউ একে প্রতিকূল মনে করলেও তা নয়। হ্যাঁ, পার্থক্যের কারণে তাদের বিপরীত প্রকৃতি রয়েছে। কারো জন্মপত্রিকায় সূর্য ও শনির সংমিশ্রণ সেই ব্যক্তিকে পণ্ডিত ও আত্মকেন্দ্রিক করে তোলে। এই ধরনের লোকেরা সুখী, দৃঢ়সংকল্প, গুণী এবং দোষ থেকে মুক্ত হয়।
2/7

জুন মাসে এক সঙ্গে গোচর করবে সূর্য ও শনি। এই মাসে ১৫ তারিখ রাশি পরিবর্তন করবে সূর্য। অন্য দিকে এ মাসেই ১৭ তারিখ কুম্ভ রাশিতে বক্রী হবে শনি। কাছাকাছি সময়ে পিতাপুত্রের রাশি পরিবর্তনের ফলে সমস্ত রাশির জীবন প্রভাবিত হবে। সূর্যকে মান-সম্মান, পিতা, সরকারি চাকরি কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্য দিকে শনি কর্মফলদাতা ও ন্যায়দণ্ডাধিকারী।
3/7

জ্যোতিষ শাস্ত্রে সূর্য ও শনির এই গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। পিতা-পুত্রের এই গোচরের ফলে কিছু রাশির জাতকদের লাভের প্রবল যোগ রয়েছে। এর ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন এবং কাদের জীবনে উন্নতি হবে, তা জেনে নিন এখানে।
4/7

কর্মক্ষেত্রে পদ-প্রতিষ্ঠা লাভ করবেন এই রাশির জাতক। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। ভেবেচিন্তে ব্যয় করুন, তা না-হলে আর্থিক কষ্ট বাড়তে পারে। এই দুই গ্রহের গোচরের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে মান-সম্মান বাড়বে। আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। পারিবারিক জীবনে আনন্দের আগমন হতে চলেছে।
5/7

জ্যোতিষ গণনা অনুযায়ী এ সময়ে ভাগ্যের সঙ্গ লাভ করবেন সিংহ রাশির জাতক। পৈতৃক সম্পত্তির মাধ্যমে অর্থ লাভের পথ প্রশস্ত হবে। বহুদিন ধরে অসুস্থ রয়েছেন যে সিংহ রাশির জাতকরা, তাঁদের স্বাস্থ্যোন্নতির প্রবল যোগ রয়েছে। এই রাশির যে জাতকরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের জন্য সময় ভালো।
6/7

সূর্য ও শনির গোচরের ফলে কন্যা রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এই রাশির চাকরিজীবী জাতকরা সহকর্মীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। আবার ছাত্ররা সাফল্য লাভ করবেন। এ সময়ে আপনাদের ব্যয় বাড়তে পারে। তবে টাকা-পয়সার কারণে আপনার কোনও কাজ আটকাবে না।
7/7

জ্যোতিষ গণনা অনুযায়ী এ সময়ে মকর রাশির জাতকদের আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। কেরিয়ারের জন্য সময় খুব ভালো। বাড়ির বয়স্ক সদস্যদের সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতক। যার ফলে মনে আনন্দ থাকবে ও একাধিক কাজ সহজে সম্পন্ন করতে পারবেন।
Published at : 17 Jun 2023 01:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
