এক্সপ্লোর
Guru Purnima 2025 : গুরু নির্বাচনে ভুল হলে কী হয় ? কীভাবে গুরু নির্বাচন করবেন ? জানুন গুরু পূর্ণিমার আগে
Religion News: 'গু' বলতে 'অন্ধকার'। আর 'রু' বলতে সেটা 'যিনি নিরোধ করেন।' অর্থাৎ, অন্ধকার কাটিয়ে আলোকিত করার অর্থ 'রু'।
প্রতীকী ছবি
1/10

ভুল 'গুরু' নির্বাচনে জীবনে নেমে আসতে পারে 'অন্ধকার'। কীভাবে গুরু নির্বাচন করবেন ? জানাচ্ছেন বিশিষ্ট শাস্ত্রীয় পণ্ডিত তথা সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারী (Jayanta Kushary)।
2/10

যদি ঠিক 'গুরু' বেছে না নেওয়া যায় তাহলে জীবনে কোনও দিশা মেলে না। তাই, এই কঠিন কাজ করার আগে প্রয়োজন উপযুক্ত জ্ঞান। গুরুর কিছু যোগ্যতা ও বৈশিষ্ট্য থাকা উচিত। যা দেখে নির্বাচন করলে জীবনের অনেক অন্ধকার মুহূর্তে আলো দেখা যায় অনায়াসে।
3/10

কীভাবে গুরু নির্বাচন করবেন ? তা আমাদের সঙ্গে আলোচনায় জানিয়েছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় পণ্ডিত তথা সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ জয়ন্ত কুশারী (Jayanta Kushary)।
4/10

'গু' বলতে 'অন্ধকার'। আর 'রু' বলতে সেটা 'যিনি নিরোধ করেন।' অর্থাৎ, অন্ধকার কাটিয়ে আলোকিত করার অর্থ 'রু'। এককথায় বলতে হলে, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনিই গুরু। বা, অন্ধকার থেকে যিনি জ্ঞানরূপ অঞ্জন (অঞ্জন কথার অর্থ কাজল) শলাকার মাধ্যমে (কাজলের শলাকা মানে কাঠি) চোখ খুলে দেন । এই অন্ধকার জাগতিক অন্ধকার, অন্যদিকে অজ্ঞানতার অন্ধকার। এখানে অজ্ঞান হল জ্ঞানের অভাব। সেই জ্ঞানের অভাব দূর করে যিনি জ্ঞানরূপ কাজল-কাঠি দিয়ে চোখ খুলে দিলেন বা জ্ঞানচক্ষু খুলে দিলেন তিনিই হচ্ছেন গুরু।
5/10

গোলাকার পৃথিবীর মধ্যে যিনি বিশ্ব চরাচরে ব্যাপ্ত বা চারিদিকেই পরিব্যাপ্ত হয়ে আছেন, এক অর্থে যাঁর পরিধি একেবারে বিশ্ব চরাচরে, তিনিই গুরু। আধ্যাত্মিক অর্থে গুরু কেমন ? তিনি আমাদের সৃষ্টির বিভাগীয় প্রধান শ্রীব্রহ্মা। স্থিতি বিভাগের প্রধান নারায়ণ, আবার লয় বিভাগের প্রধান শংকর ভগবান অর্থাৎ শিবঠাকুর। শিবঠাকুর জ্ঞানের দেবতা। তাই তিনি জ্ঞানেরও প্রতীক। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর হচ্ছেন সাকার ব্রহ্ম। যার আকার আছে। আর একটা, নিরাকার ব্রহ্ম, যিনি অমূর্ত। যিনি আমাদের অনুভব, উপলব্ধির মধ্যে থাকেন, তিনিই গুরুদেব।
6/10

এবার প্রশ্ন হচ্ছে, শাস্ত্রে গুরুর যে পরিধি, সংজ্ঞা, যে মাহাত্ম্যের কথা বলা আছে, আপনার নির্বাচিত গুরু কি তেমন ? ঠিক গুরু বাছা হল তো ? অর্থাৎ প্রথম কথা হচ্ছে গুরু নির্বাচন। চটজলদি কোনও সিদ্ধান্ত নিয়ে কোথাও দীক্ষা নেওয়া উচিত নয়। অর্থাৎ, গুরুর সঙ্গে সঙ্গ করতে হবে। তাঁর দোষ, গুণ, আচার-আচরণ, শিক্ষা-দীক্ষা, কথাবার্তা, তাঁর ঠাঁটবাট, চলন-বলন সবকিছু উপলব্ধির মধ্যে আনতে হবে, চাক্ষুষ করতে হবে। যাকে গুরু নির্বাচন করা হচ্ছে তিনি জাল নন তো, তিনি ভণ্ড নন তো ! এসব দেখতে হবে। এরকম তো কত হচ্ছে এখন।
7/10

আর এরকমটা আপনার সঙ্গেও হলে গুরুর মাহাত্ম্য বলে কিছু থাকবে না। সেইজন্যই গুরু নির্বাচন করতে হবে ঠিক করে। বছরের পর বছর তাঁর সঙ্গে ঘুরতে হবে। কারণে-অকারণে তাঁর সাক্ষাৎকার, তিনি যেটা ওপরে দেখান সেটা তাঁর অন্তর তো ? তাঁর অন্তরাত্মা কি সেকথা বলছে ? এজন্য শাস্ত্রে বলছে, কাউকে গুরু নির্বাচনের আগে তাঁর সঙ্গ করতে হবে। তারপর বিবেক সাই দিলে তবেই তাঁর কাছে দীক্ষা নিতে হবে, তাঁর কাছে শিক্ষা নিতে হবে। অর্থাৎ, গুরু হেলাফেলার বিষয় নয়। গুরু নির্বাচন করাও শিষ্যের একটা কাজ।
8/10

শাস্ত্র বলছে, গুরুকে শান্ত স্বভাবের হতে হবে। অর্থাৎ, চটকা রাগী নন। যিনি হবেন শান্তের মূর্ত প্রতীক। তাঁকেই আবার ধৈর্য্য ও স্থৈর্যের হিমালয় হতে হবে। যিনি ইহকালের, পরকালের, চিরকালের সঙ্গী হবেন। এই সম্পর্কটা হবে চিরকালের। তাই গুরু নির্বাচনটা সবার আগে করতে হবে। চটজলদি কোনও সিদ্ধান্ত নয়। মন যাকে সায় দেবে তাঁকেই গুরু হিসাবে বরণ করতে হবে।
9/10

এছাড়া গুরুকে হতে হবে কুলীন। অর্থাৎ, সৎ বংশে জাত। বহু রোগে ভুগলেও হবে না গুরুকে। কর্মে হতে হবে বীর। অর্থাৎ, গুরু যেন অত্যন্ত কর্মঠ হন। আবার প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে কি না, গুরু নির্বাচন পর্বে সেটাও দেখে নিতে হবে। যিনি শান্ত মনে সকলকে গ্রহণ করবেন, সদুত্তর দিতে পারেন, সমস্যার সমাধান করতে পারবেন তিনিই আসলে গুরু।
10/10

এছাড়া গুরুর সঙ্গ করতে হবে। সপ্তাহে অন্তত একদিন হলেও যেন তাঁর সঙ্গ পাওয়া যায়। তাঁর সঙ্গে যেন দু'টো কথা বলা যায়। সুখ-দুঃখ যেন ভাগ করে নেওয়া যায়। ১৫ দিন থেকে এক মাসের মধ্যে যেন অন্তত একবার দেখা পাওয়া যায়। শুধু দীক্ষা নেওয়ার দিন একবার দেখা পাওয়া গেল, তারপর আর জীবনে কোনও দিন দেখা পাওয়া গেল না, বিরাট লাইন, তাঁর দর্শনও পাওয়া গেল না...এরকম হলে হবে না। শাস্ত্রে বলছে, যাঁর সঙ্গে কথোপকথন খুব নিবিড় হবে। যাঁর সঙ্গে সম্পর্কটা খুব ঘনিষ্ঠ হবে। যাকে পাওয়া যাবে। অর্থাৎ, যাঁর দৃষ্টি থাকতে হবে আপনার ওপর।
Published at : 09 Jul 2025 10:52 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























