এক্সপ্লোর
Guru Purnima 2025 : গুরু নির্বাচনে ভুল হলে কী হয় ? কীভাবে গুরু নির্বাচন করবেন ? জানুন গুরু পূর্ণিমার আগে
Religion News: 'গু' বলতে 'অন্ধকার'। আর 'রু' বলতে সেটা 'যিনি নিরোধ করেন।' অর্থাৎ, অন্ধকার কাটিয়ে আলোকিত করার অর্থ 'রু'।
প্রতীকী ছবি
1/10

ভুল 'গুরু' নির্বাচনে জীবনে নেমে আসতে পারে 'অন্ধকার'। কীভাবে গুরু নির্বাচন করবেন ? জানাচ্ছেন বিশিষ্ট শাস্ত্রীয় পণ্ডিত তথা সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারী (Jayanta Kushary)।
2/10

যদি ঠিক 'গুরু' বেছে না নেওয়া যায় তাহলে জীবনে কোনও দিশা মেলে না। তাই, এই কঠিন কাজ করার আগে প্রয়োজন উপযুক্ত জ্ঞান। গুরুর কিছু যোগ্যতা ও বৈশিষ্ট্য থাকা উচিত। যা দেখে নির্বাচন করলে জীবনের অনেক অন্ধকার মুহূর্তে আলো দেখা যায় অনায়াসে।
Published at : 09 Jul 2025 10:52 PM (IST)
আরও দেখুন




















