এক্সপ্লোর
Mahishasura Facts: কারও কাছে খলনায়ক, কারও কাছে নায়ক, মহীশূর শহরের সঙ্গে জড়িয়ে মহিষাসুরের কাহিনি
Durga Puja 2025: কারও কাছে খলনায়ক, কারও কাছে নায়ক। মহিষাসুরকে নিয়ে রয়েছে অজস্র কাহিনি। ছবি: ফাইল চিত্র, ফ্রিপিক, মহীশূর পর্যটন বিভাগ।
ছবি: ফাইল চিত্র, ফ্রিপিক, মহীশূর পর্যটন বিভাগ।
1/9

বাঙালি যখন শারদোৎসবে মতে থাকে, সেই সময় উৎসবমুখর হয়ে ওঠে দক্ষিণের রাজ্য কর্নাটকও। ‘মহীশূর দশেরা’ উপলক্ষে ১০ দিনব্য়াপী উৎসব চলে সেখানে। অশুভের বিরুদ্ধে শুভশক্তির জয় উদযাপন করা হয়।
2/9

দেবী চামুণ্ডেশ্বরীকে ঘিরেই এই উৎসব। বিজয়াদশমীতে বিরাট শোভাযাত্রা বের হয়। দেবী চামুণ্ডেশ্বরী তথা দুর্গার মহিষাসুর বধ উপলক্ষেই এই উদযাপন।
Published at : 04 Sep 2025 08:52 AM (IST)
আরও দেখুন






















