By : ABP Ananda | Updated at : 02 Oct 2023 04:28 PM (IST)
বেলুড় মঠে কুমারী পুজো
1/8
দুর্গা পুজোর ( Durga Puja ) অন্যতম অঙ্গ হল কুমারী পুজো ( Kumari Puja ) । সারা দেশে শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যেই রয়েছে এই পুজোর প্রচলন। নাবালিকা শিশুকন্যাকে পুজো করে নারীশক্তিকেই সম্মান জানানো হয় এই পুজোর মাধ্যমে।
2/8
কুমারীর পায়ে পদ্ম অর্পণ করে আসলে মা দুর্গাকেও বন্দনা করা হয়ে। তন্ত্রমতে কুমারীকে সাক্ষাৎ যোগিনী রূপে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন পুরাণে কুমারী পুজোর গুরুত্বের উল্লেখ রয়েছে।
3/8
সাধারণত দুর্গাপুজোর অষ্টমী তিথিতে কুমারী পুজো করা হয়। তবে নিয়ম অনুসারে, সপ্তমী, অষ্টমী ও নবমী- এই তিনদিনই বা কোনও একদিন কুমারী পুজো করা যেতে পারে।
4/8
এক বছর থেকে ষোল বছর বয়স পর্যন্ত ঋতুমতী না হওয়া বালিকাদের কুমারী রূপে পুজো করা হয়ে থাকে। কুমারী পুজো কেন, এই প্রশ্ন তো অনেকের মনেই জাগে।
5/8
লোকমুখে প্রচলিত, একসময় কোলাসুর স্বর্গ, মর্ত, পাতাল দখল করে নিয়েছিলেন। সেই সময়ে বিপন্ন দেবতারা মহাকালীর শরণ নেন।
6/8
তাঁদের রক্ষা করতে দেবী কুমারীরূপে আবির্ভূতা হন। দেবীর ওই কুমারী রূপেই বানাসুরকে বধ করেছিলেন। সেই থেকে কুমারী পুজোর প্রচলন।
7/8
পুজোর আগে কুমারী কে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দেওয়া হয়। পায়ে আলতা ও কপালে সিঁদুরের টিপ দেওয়া হয়। এরপর কুমারীকে দেবী জ্ঞানে নানান উপাচারে পুজো করা হয়।
8/8
৯০১ সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে নয় কুমারীকে পুজো করে ছিলেন। তখন থেকে প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমী তিথিতে বেলুড় মঠে মাহা ধুমধাম করে এই পুজোর প্রথা চলে আসছে।