এক্সপ্লোর
Durga Puja 2023 : দুর্গাপুজোয় কুমারী পুজো কেন করা হয় ? কী বিধি ?
বেলুড় মঠে কুমারী পুজো
1/8

দুর্গা পুজোর ( Durga Puja ) অন্যতম অঙ্গ হল কুমারী পুজো ( Kumari Puja ) । সারা দেশে শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যেই রয়েছে এই পুজোর প্রচলন। নাবালিকা শিশুকন্যাকে পুজো করে নারীশক্তিকেই সম্মান জানানো হয় এই পুজোর মাধ্যমে।
2/8

কুমারীর পায়ে পদ্ম অর্পণ করে আসলে মা দুর্গাকেও বন্দনা করা হয়ে। তন্ত্রমতে কুমারীকে সাক্ষাৎ যোগিনী রূপে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন পুরাণে কুমারী পুজোর গুরুত্বের উল্লেখ রয়েছে।
Published at : 02 Oct 2023 04:28 PM (IST)
আরও দেখুন






















