এক্সপ্লোর
Holi 2023: রঙের উৎসবের আগে কখন হবে বুড়িপোড়া? কীভাবে করবেন পুজো?
Holika Dahan: রঙের উৎসবের আগে নেড়াপোড়া বা বুড়িপোড়া হয়। সারা দেশেই বিভিন্ন নাম রয়েছে। তারই একটি হোলিকা দহন। কেন এই নাম?
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

ভারত বৈচিত্র্যে ভরা দেশ। সারা বছর ধরে অসংখ্য উৎসব উদযাপন করা হয় আমাদের দেশে। তারই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই হোলি বা দোলযাত্রা। সারা দেশে বিভিন্ন নামে এবং বিভিন্ন প্রথায় রঙের উৎসব হয়ে থাকে।
2/10

সাধারণত উত্তর ভারতে প্রতি বছর হোলি দুটি দিন ধরে উদযাপিত হয়, একটি 'ছোটি হোলি' বা হোলিকা দহন বা বাংলায় যা বুড়িপোড়া/চাঁচরপোড়া নামে পরিচিত। অন্যটি 'বড়ি হোলি' বা 'রং ওয়ালি হোলি' নামেও বিখ্যাত। এই দিন রং খেলা হয়।
Published at : 06 Mar 2023 10:49 PM (IST)
আরও দেখুন






















