এক্সপ্লোর
Kali Puja 2023: ৫০০ বছর আগে এক সাধুর হাতে শুরু পুজো! দেবীর ভোগে থাকে মাছ
North Dinajpur:মাছ ভোগ দেওয়ার পাশাপাশি ছাগ বলির প্রচলন রয়েছে বন্দর আদি করুণাময়ী কালীবাড়িতে।
নিজস্ব চিত্র
1/10

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। সেখানেই রয়েছে করুণাময়ী আদি কালীবাড়ি। বাংলার নানা কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক কালীবাড়ি রয়েছে। তার প্রায় সবকটির সঙ্গেই কোনও না কোনও লোককথা বা জনশ্রুতি জড়িয়ে রয়েছে।
2/10

ঠিক একইরকম কাহিনী প্রচলিত রয়েছে করুণাময়ী আদি কালীবাড়ি নিয়েও। এই কালীবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনি, লোকশ্রুতি। এখানে পুজো করেন সাধক বামাখ্যাপার বংশধরেরা।
Published at : 08 Nov 2023 09:46 PM (IST)
আরও দেখুন






















