এক্সপ্লোর
Vishwakarma Jayanti: ১৬ না ১৭ সেপ্টেম্বর কবে পড়ছে বিশ্বকর্মা পুজোর তিথি, মানতে হবে কী কী
Vishwakarma Jayanti 2024: ভাদ্র মাসের শেষ বা সংক্রান্তির দিনকে কন্যা সংক্রান্তি বলা। সনাতন ধর্মে বিশ্বাস করে হয় এই দিন জন্ম হয়েছিল বিশ্বকর্মার। বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের ওপর।
বিশ্বকর্মা
1/10

অদ্ভুত বিষয় হল একমাত্র এই সূর্য ও বিশুদ্ধ সিদ্ধান্ত উভয় মতেই বিশ্বকর্মা পুজো একদিনে পড়ে। তিনি বিশ্বের সৃষ্টি করেছিলেন বলে তাঁকে বিশ্বকর্মা বলা হয়। তিনি নিজেই সৃষ্টি হয়েছিলেন তাই তিনি স্বয়ম্ভূ।(ছবি সৌজন্য- পিটিআই)
2/10

পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা বা ঘটিরা বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত জেগে রান্না করে তার ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে পরের দিন তা খান।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 05 Sep 2024 06:45 PM (IST)
আরও দেখুন






















