এক্সপ্লোর
Space Junks: সাফাই অভিযান চলবে মহাকাশে, Startup সংস্থাকে বরাত দিল NASA
Space Cleanup: চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে আবর্জনা, ধ্বংসাবশেষ। সাফাই অভিযানে তৎপর NASA. মহাকাশ হবে পরিচ্ছন্ন।
ছবি: ফ্রিপিক।
1/10

মহাকাশ অভিযানে পরস্পরকে টেক্কা দিয়ে চলেছে বিশ্বের তাবড় দেশ। সকলকে ছাপিয়ে এবার মহাকাশে সাফাই অভিযান চালাতে তৎপর হল আমেরিকা। একটি বেসরকারি সংস্থাকে সেই মর্মে বরাতও দেওয়া হল তাদের তরফে।
2/10

মহাকাশ অভিযানের যন্ত্রপাতি প্রস্তুতকারক স্টার্টআপ সংস্থা, TransAstra-কে আপাতত ৮ লক্ষ ৫০ হাজার ডলার মূল্যের বরাত দেওয়া হয়েছে, যার আওতায় ওই সংস্থা একটি ব্যাগ তৈরি করবে।
Published at : 30 Aug 2023 04:54 PM (IST)
আরও দেখুন






















