এক্সপ্লোর
Space Junks: সাফাই অভিযান চলবে মহাকাশে, Startup সংস্থাকে বরাত দিল NASA
Space Cleanup: চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে আবর্জনা, ধ্বংসাবশেষ। সাফাই অভিযানে তৎপর NASA. মহাকাশ হবে পরিচ্ছন্ন।
ছবি: ফ্রিপিক।
1/10

মহাকাশ অভিযানে পরস্পরকে টেক্কা দিয়ে চলেছে বিশ্বের তাবড় দেশ। সকলকে ছাপিয়ে এবার মহাকাশে সাফাই অভিযান চালাতে তৎপর হল আমেরিকা। একটি বেসরকারি সংস্থাকে সেই মর্মে বরাতও দেওয়া হল তাদের তরফে।
2/10

মহাকাশ অভিযানের যন্ত্রপাতি প্রস্তুতকারক স্টার্টআপ সংস্থা, TransAstra-কে আপাতত ৮ লক্ষ ৫০ হাজার ডলার মূল্যের বরাত দেওয়া হয়েছে, যার আওতায় ওই সংস্থা একটি ব্যাগ তৈরি করবে।
3/10

পৃথিবীর কক্ষপথে গিয়ে ওই ব্যাগটি স্ফীত আকার ধারণ করবে। মহাকাশে ভেসে থাকা আবর্জনা, পাথরের টুকরো, ধুলো, ময়লা ভিতরে শুষে নেবে ওই ব্যাগ।
4/10

TransAstra নামের ওই সংস্থা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কাছ থেকে এই নিয়ে দ্বিতীয় বরাত পেল। এর আগে, ২০২১ সালে তাদের গ্রহাণু এবং মহাজাগতিক পাথরের টুকরো সংগ্রহের বরাত দেওয়া হয়েছিল।
5/10

বরাত লাভের পর, কাজে হাত দিয়ে TransAstra নামের ওই সংস্থা বুঝতে পারে যে, গ্রহাণু থেকে নুড়ি-পাথরের আকারের টুকরো যেমন ভেসে বেড়ায় মহাকাশে, মহাজাগতিক অন্যে আবর্জনাও আকারে নুড়ি-পাথরের মতো, কখনও আরও ক্ষুদ্র।
6/10

সংস্থার সিইও জোয়েল সেরকেল জানিয়েছেন, মহাকাশে সাফাই অভিযান চালানোর সিদ্ধান্ত অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর কক্ষপথ থেকে আরও উপরে ওঠার লক্ষ্য রয়েছে তাদের। ওই ব্যাগটিকে ঘুরিয়ে যত সম্ভব আবর্জনা সংগ্রহ করা হবে।
7/10

মহাকাশে সাফাই অভিযান চালানোর জন্য ওই প্রযুক্তির সার্বিক ব্যবহারে আরও কয়েক বছর সময় লাগতে পারে। তবে সাফাই অভিযান যত দ্রুত শুরু করা যায়, ততই মঙ্গল বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
8/10

ইউরোপিয়ান স্পেস এজেন্সির হিসেব অনুযায়ী, পৃথিবীর কক্ষপথেই অন্তত ৩৬ হাজার ৫০০ ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যে কোনওটি আয়তনে হয়ত ৪ ইঞ্চি, কোনওটি আবার আরও বড়।
9/10

আবার লক্ষ লক্ষ এমন পাথরের টুকরোও রয়েছে, যা আয়তনে মাত্র ০.০৪ ইঞ্চি। সেগুলিকে টেনে ব্যাগে ভরাই লক্ষ্য ওই সংস্থার। এভাবেই মহাকাশে সাফাই অভিযান চালানোর পরিকল্পনা চলছে।
10/10

মহাকাশে পাথরের টুকরো, ধ্বংসাবশেষ ভেসে বেড়ানো ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে বেশ কিছুদিন ধরেই। এর আগেও একবার সাফাই অভিযান শুরু হয়েছিল। কিন্তু একজায়গার ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হলে, অন্য জায়গা থেকে ভেসে আসা ধ্বংসাবশেষ সাফাইয়ের কাজে ব্যাঘাত ঘটায়। পরস্পরের মধ্যে সংঘর্ষ বাধলে ধ্বংসাবশেষ টুকরো হয়ে আরও ছড়িয়ে পড়ে।
Published at : 30 Aug 2023 04:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























