এক্সপ্লোর
ABP Exclusive: কেকেআর না রাখায় মন খারাপ ছিল মাভির, ৬ কোটি টাকায় কিনে নেয় গুজরাত
Shivam Mavi: তাঁর বলের গতি দেখে মুগ্ধ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি। জাতীয় দলের হয়ে অভিষেকেও নজর কাড়লেন মাভি।
Shivam Mavi
1/10

তাঁর বয়স তখন আট বা ন’বছর। সবে ক্রিকেট বুঝতে শুরু করেছেন। আর সেই থেকেই খেলাটার প্রেমে পড়েছেন। এমনই ক্রিকেট নিয়ে উন্মাদনা যে, পাড়ার মাঠে দাদাকে ছক্কা মারতে দেখে ছাদ থেকে দিলেন লাফ। কনুই ভাঙল। হাড় জুড়লেও, হাত যেন সোজাই হয় না।
2/10

সেই ছেলেই বল হাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কা ব্যাটিংকে চুরমার করে দিলেন (Ind vs SL)। অভিষেক ম্যাচে মাঠে নেমেই টিম ইন্ডিয়ার জয়ের নায়ক শিবম মাভি (Shivam Mavi)। যে সাফল্য দেখে উচ্ছ্বসিত তাঁর পরিবার।
Published at : 04 Jan 2023 09:03 PM (IST)
আরও দেখুন






















