এক্সপ্লোর
Asia Cup 2022: লড়াই করেও হার আফগানিস্তানের, নিভল ভারতের আশার প্রদীপ
Asia Cup: এশিয়া কাপে প্রথম বড় অঘটন ঘটতে ঘটতেও ঘটল না। পাকিস্তানকে চাপে ফেলেও শেষে ১ উইকেটে হেরে গেল আফগানিস্তান।

Naseem Shah
1/10

এশিয়া কাপে (Asia Cup) প্রথম বড় অঘটন ঘটতে ঘটতেও ঘটল না। পাকিস্তানকে চাপে ফেলেও শেষে ১ উইকেটে হেরে গেল আফগানিস্তান (Pak vs Afg)।
2/10

রুদ্ধশ্বাস ম্যাচ গড়িয়েছিল শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। হাতে মাত্র ১ উইকেট।
3/10

ফজলহক ফারুকি পরপর দুটি ফুলটস করে বসেন। আর দুই বলে দুটি ছক্কা মারেন নাসিম শাহ। এই জয়ের ফলে ভারত ও আফগানিস্তান, দুই দলেরই বিদায় ঘটে গেল।
4/10

বৃহস্পতিবারের ভারত-আফগানিস্তান ও শুক্রবারের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। রবিবার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।
5/10

আফগানিস্তান প্রথমে ব্যাট করে তুলেছিল ১২৯/৬। সেই সময় মনে করা হয়েছিল, পাকিস্তান সহজেই ম্যাচ জিতে নেবে।
6/10

কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন আফগান বোলাররা। ফজলহক ফারুকি শেষ ওভারে জোড়া ছক্কা খেলেও দুরন্ত বোলিং করে তিন উইকেট নেন।
7/10

তিন উইকেট নেন ফারিদ আমেদও। ধারাল বোলিং করেন রশিদ খানও। ২৫ রানে ২ উইকেট নেন। মহম্মদ রিজওয়ান (২০), ইফতিকার আমেদ (৩০) ও শাদাব খান (৩৬) ছাড়া আর কেউই রান পাননি। শেষ ওভারে ব্যাট হাতে জোড়া ছক্কা মেরে পাকিস্তানকে জেতান পেসার নাসিম শাহ।
8/10

আফগানিস্তান ইনিংসের শুরুটা হয়েছিল ঝোড়ো গতিতে। মাত্র ৩.৫ ওভারে ৩৬ রান উঠে গিয়েছিল বোর্ডে। কিন্তু পাকিস্তানের আঁটসাঁট বোলিংয়ে শেষ পর্যন্ত খেই হারাল আফগানিস্তানের (Pak vs Afg) ব্যাটিং। মাত্র ১২৯/৬ স্কোরে আটকে যায় আফগানিস্তান।
9/10

এই ম্যাচে পাকিস্তানের জয় মানে এশিয়া কাপ থেকে ভারতের বিদায় ঘটে যাওয়া। বৃহস্পতিবার ভারত-আফগানিস্তান ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।
10/10

শেষ হিসাবে সামান্য পিছিয়ে পড়ল আফগানিস্তান। - আফগানিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি
Published at : 08 Sep 2022 12:10 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
