এক্সপ্লোর
Jaydev Unadkat: সৌরাষ্ট্রের প্রথম বোলার হিসাবে রঞ্জিতে ৩০০ শিকার উনাদকাটের, ঘুরে দাঁড়াবে বাংলা?
Eden Gardens: শুক্রবারের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার পেসাররা সৌরাষ্ট্রের ইনিংস কত তাড়াতাড়ি শেষ করতে পারেন, তার ওপর নির্ভর করবে ম্য়াচের ভাগ্য।
Jaydev Unadkat
1/11

দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। প্রথম দিনের শেষে প্রবল চাপে দল। তবু, তিনি, মনোজ তিওয়ারি (Manoj Tiwary) মনেপ্রাণে বিশ্বাস করেন, চাপের মুখেই সেরারা জ্বলে ওঠে। তাই মরার আগে মরতে রাজি নন বঙ্গ অধিনায়ক।
2/11

সৌরাষ্ট্রের বিরুদ্ধে (Bengal vs Saurashtra) প্রথম দিনের শেষে কোণঠাসা বাংলা। সৌরাষ্ট্র পিছিয়ে রয়েছে ৯৩ রানে। এখনও ৮ উইকেট রয়েছে জয়দেব উনাদকটদের।
Published at : 16 Feb 2023 06:52 PM (IST)
আরও দেখুন






















