এক্সপ্লোর
Hardik Pandya Controversy: 'করকে আয়া' থেকে কোটি টাকার ঘড়ি সহ বিমানবন্দরে আটক, হার্দিককে ঘিরে উঠেছে বিতর্কের ঝড়
Indian Cricket Team: গোটা কেরিয়ারে বিতর্ক পিছু ধাওয়া করেছে হার্দিকের। এমনকী, বিতর্কে জড়িয়ে বাদ পড়তে হয়েছে দল থেকে। দিতে হয়েছে মোটা অঙ্কের জরিমানাও।

Hardik Pandya
1/10

তাঁর সঙ্গে প্রতি মুহূর্তে তুলনা টানা হয় কপিল দেবের। বলা হয়, কিংবদন্তি কপিলের পর এত ভাল পেসার অলরাউন্ডার আর আসেননি ভারতীয় ক্রিকেটে।
2/10

হার্দিক পাণ্ড্য। ব্যাটে-বলে যিনি দলের ভরসা হয়ে উঠেছেন। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, হার্দিক মানেই নির্ভীক এক যোদ্ধা।
3/10

তবে চোট আঘাত বারবার ভুগিয়েছে। গত ওয়ান ডে বিশ্বকাপের আগে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন চোটে কাবু হয়ে। বিশ্বকাপে চোট পেয়ে ফের ছিটকে যান। একটা সময় চোটের জন্য বল করা ছেড়ে দিয়েছিলেন। যা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর।
4/10

বঢোদরার মধ্যবিত্ত পরিবারের ছেলে। অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন দুই ভাই - হার্দিক ও ক্রুণাল পাণ্ড্য। কিরণ মোরের অ্যাকাডেমি থেকে ক্রিকেটে হাতেখড়ি।
5/10

তবে গোটা কেরিয়ারে বিতর্ক পিছু ধাওয়া করেছে হার্দিকের। এমনকী, বিতর্কে জড়িয়ে বাদ পড়তে হয়েছে দল থেকে। দিতে হয়েছে মোটা অঙ্কের জরিমানাও।
6/10

জনপ্রিয় কফি উইথ কর্ণ শো-তে গিয়ে সঞ্চালক কর্ণ জোহরের প্রশ্নে বিস্ফোরক কথা বলেছিলেন হার্দিক। জানিয়েছিলেন, তাঁদের পরিবারে সকলেই ভীষণ বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। যাঁদের সঙ্গে সব কথা নির্দ্বিধায় শেয়ার করা যায়।
7/10

হার্দিক বলেছিলেন, তিনি শারীরিক সম্পর্ক করে এসে বাড়িতে বলেছিলেন, 'আজ কর কে আয়া।' সেই মন্তব্যে তোলপাড় পড়ে যায়। যাঁকে দেখে দেশের উঠতি ক্রিকেটারেরা অনুপ্রাণিত হয়, তাঁর মুখ থেকে এমন মন্তব্য মেনে নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ডও।
8/10

ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ২ ম্যাচের জন্য নির্বাসিত করেছিল। সঙ্গে ২০ লক্ষ টাকা জরিমানা হয়েছিল হার্দিকের।
9/10

সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়েছিল বঢোদরার অলরাউন্ডারকে।
10/10

সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরার পথে মুম্বই বিমানবন্দরে দুটি মূল্যবান হাতঘড়ি সহ তাঁকে আটক করে শুল্ক দফতর। জানা যায়, ঘড়ি দুটির মূল্য ৫ কোটি টাকা! পরে অবশ্য হার্দিক জানিয়েছিলেন, ঘড়িদুটির দাম দেড় কোটি টাকা। মোটা অঙ্কের কর দিতে হয়েছিল হার্দিককে। - পিটিআই ফাইল চিত্র
Published at : 22 Feb 2024 11:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
