এক্সপ্লোর
Arshdeep Singh: ইডেনে ইতিহাস, বুমরা, চাহালদের পিছনে ফেলে নয়া কীর্তি অর্শদীপ সিংহের
IND vs ENG 1st T20I: অর্শদীপ সিংহ ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে চার ওভারে ১৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন।
ইডেনে দুরন্ত বোলিংয়ে নজর কাড়েন অর্শদীপ (ছবি: বিসিসিআই)
1/9

ইডেনে ইতিহাস গড়ার সুযোগ ছিল তাঁর সামনে। সেই সুযোগ হাতছাড়া করলেন না অর্শদীপ সিংহ।
2/9

ক্রিকেটের নন্দন কাননেই নয়া কীর্তি গড়ে ফেললেন বাঁ-হাতি ফাস্ট বোলার।
3/9

ইডেনে মহম্মদ শামি সুযোগ পাননি। একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে অর্শদীপের ওপর বাড়তি দায়িত্ব ছিল।
4/9

তিনি একেবারেই হতাশ করেননি। নতুন বল হাতে দুই ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটকে সাজঘরে ফেরান তিনি।
5/9

এই দুই উইকেটের সুবাদেই ইতিহাস গড়ে ফেলেন অর্শদীপ।
6/9

এতদিন পর্যন্ত যুজবেন্দ্র চাহালের ৯৬ উইকেটই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনও ভারতীয় বোলারের সর্বাধিক ছিল।
7/9

তবে অর্শদীপ তাঁকে পিছনে ফেলে দিলেন। তাঁর উইকেটসংখ্যা দাঁড়াল ৯৭। তাও আবার মাত্র ৬১টি ম্য়াচে।
8/9

এই অনবদ্য রেকর্ড অর্শদীপের টি-টোয়েন্টি ফর্ম্যাটে ধারাবাহিকতা ও দক্ষতারই পরিচয়বাহক।
9/9

তিনি ইতিমধ্যেই বিশ ওভারের ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে গিয়েছন। তিনি এই সিরিজ়েই কিন্তু প্রথম ভারতীয় বোলার হিসাবে এই ফর্ম্যাটে ১০০টি আন্তর্জাতিক উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে যেতে পারেন। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু তাঁর দিকে সকলের নজর থাকবে। ছবি-পিটিআই/বিসিসিআই
Published at : 23 Jan 2025 02:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















