এক্সপ্লোর
Bas de Leede Record: শতরানের পাশাপাশি বল হাতে ৫ উইকেট, দে লিডের দৌরাত্ম্যে বিশ্বকাপের টিকিট পাকা করল নেদারল্যান্ডস
SCO vs NED: ৪৩ বল বাকি থাকতে স্কটল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে নেদারল্যান্ডস। বড় জয়ের সুবাদে নেট রান রেটে তাঁদের পিছনে ফেলে বিশ্বকাপের টিকিট অর্জন করে নেয় ডাচরা।
স্কটল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের নায়ক বাস দে লিডে (ছবি: আইসিসি ট্যুইটার)
1/9

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য ডু অর ডাই ম্যাচে স্কটল্যান্ডসের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। বিশ্বকাপে পৌঁছতে শুধু জয় নয়, প্রয়োজন ছিল বড় ব্যবধানে জয়।
2/9

ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুতেই উইকেট হারালেও ব্র্যান্ডন ম্যাকমুলান স্কটদের ইনিংসকে স্থিরতা প্রদান করেন।
Published at : 07 Jul 2023 12:02 AM (IST)
আরও দেখুন






















