এক্সপ্লোর
Cricket: ফিলিপ হিউজ একা নন, ২২ গজে খেলতে গিয়েই প্রাণ হারিয়েছেন এই ক্রিকেটাররাও
Philip Hughes: মাঠে বল লেগে ফিলিপ হিউজের মৃত্যুর কথা মনে পড়ে। এক ভারতীয় ক্রিকেটারেরও একই কারণে মৃত্যু হয়েছিল। এমন ৭ জন খেলোয়াড়ের কথা জানা যাক।
ক্রিকেটার যারা ক্রিকেট খেলার সময়ই মারা গিয়েছেন
1/8

ফিলিপ হিউজের মৃত্যু পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। নভেম্বর ২০১৪ সালে শেফিল্ড শিল্ড ম্যাচের সময় সন অ্যাবটের বল তাঁর ঘাড়ে লেগেছিল।
2/8

হিউজ মাঠে পড়ে যাওয়ায়, তাঁকে দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। জানা যায় তার খুলিতে ফ্র্যাকচার হয়েছে এবং ইন্টারনাল ব্লিডিংও হচ্ছে। শেষমেশ জীবনযুদ্ধে হেরে যান অজ়ি। দিনদু'য়েক পর তিনি মারা যান।
Published at : 09 Jul 2025 08:46 PM (IST)
আরও দেখুন






















