এক্সপ্লোর
Cricket: চিড় ধরা পায়ে ব্যাট করে প্রশংসা কুড়িয়েছেন পন্থ, তবে ঋষভ একা নন বিশ্বক্রিকেটে এমন নজির কম নেই
Rishabh Pant: ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন পায়ের পাতায় বল লাগে ঋষভ পন্থের। সেই চিড় ধরা পা নিয়েই তিনি কিন্তু ব্যাটিংয়ে নামেন।
ম্যাঞ্চেস্টারে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামেন পন্থ
1/11

ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ডের চতু্র্থ টেস্টের প্রথম দিন পায়ে চোট পান ঋষভ পন্থ। ক্রিস ওকসের বিরুদ্ধে রিভার্স স্যুইপ মারতে গিয়ে বল মিস করেন পন্থ। তা সোজা গিয়ে পন্থের পায়ে লাগে।
2/11

পন্থের পা ফুলে যায়। তাঁকে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয়। তাঁর হাড়ে চিড় ধরেছে বলে খবর। তবে ম্যাচের দ্বিতীয় দিন কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটে নামেন পন্থ।
Published at : 27 Jul 2025 07:11 PM (IST)
আরও দেখুন






















