এক্সপ্লোর
Father-Son Cricketer Duo: বাবার মত ছেলেও কাঁপিয়েছেন ২২ গজে, বিশ্ব ক্রিকেটে এমন নজির গড়েছেন যাঁরা
Father-Son Cricketer Duo Update: লালা অমরনাথের ছেলে মহিন্দর অমরনাথ বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ৬৯ টেস্ট ও ৮৫ ওয়ান ডে ম্যাচ খেলেছেন মহিন্দর অমরনাথ।
তালিকায় লালা ও মহিন্দর অমরনাথ, সচিন ও অর্জুন তেন্ডুলকরও
1/8

প্রাক্তন অজি ক্রিকেটার কিংবদন্তি জিওফ মার্শ রয়েছেন তালিকায়। দেশের জার্সিতে ৫০ টেস্ট ও ১১৭ ওয়ান ডে খেলেছেন প্রাক্তন এই ওপেনার। লাল বলের ফর্ম্য়াটে ২৮৫৪ ও সাদ বলের ফর্ম্য়াটে ৪৩৫৭ রান করেছিলেন জিওফে মার্শ।
2/8

জিওফের দুই ছেলে শন মার্শ ও মিচেল মার্শও অস্ট্রেলিয়ার জার্সিতে ক্রিকেট খেলেছেন। বড় ছেলে শন ৩৮ টেস্ট ও ৭৩ ওয়ান ডে খেলেছেন। ছোট ছেলে মার্শ এখনও খেলছেন। তিনি ৪৬ টেস্ট ও ৯৩ ওয়ান ডে খেলেছেন।
Published at : 24 Jul 2025 04:26 PM (IST)
আরও দেখুন






















