এক্সপ্লোর
Yusuf Pathan Birthday: জন্মদিনে ফিরে দেখা ইউসুফ পাঠানের রেকর্ডবুক
Yusuf Pathan: ভারতের জার্সিতে দুই বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইউসুফ পাঠান তিনবার আইপিএল খেতাবও জিতেছেন। সেই তারকাই আজ ৪০-এ পা দিলেন।
ইউসুফের রেকর্ডগুলি
1/9

৪০-এ পা দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান।
2/9

নিজের সময়কালে আগ্রাসী ব্যাটার হিসাবে সুখ্যাতি ছিল ইউসুফ পাঠানের। একাধিক ব্যাটিং রেকর্ডও রয়েছে তাঁর নামে।
3/9

ইউসুফ ২০০৭ সালের ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল এবং ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দল, উভয় দলেরই অংশ ছিলেন।
4/9

তিনি ভারতের জার্সিতে মোট ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০৪৬ রান করার পাশাপাশি ৪৬টি উইকেটও নিয়েছেন।
5/9

রাজস্থান রয়্যালসের প্রথম আইপিএলজয়ী দলের অংশ ছিলেন ইউসুফ। রয়্যালসের জার্সি গায়ে ২০১০ সালে করা ৩৭ বলে শতরান, আজও ভারতীয় হিসাবে আইপিএলে দ্রুততম।
6/9

তিনবার আইপিএলজয়ী ইউসুফই একমাত্র ব্যাটার যিনি আইপিএলের ইতিহাসে ১৪০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে তিন হাজারের অধিক রান করেছেন।
7/9

ওই বছরেই আইপিএলে মাঠে নামার আগে ইউসুফ বিজয় হাজারে ট্রফিতেও দুরন্ত ছন্দে ছিলেন। তিনি মাত্র ৪০ বলে মহারাষ্ট্রের বিরুদ্ধে শতরান করেছিলেন। ভারতীয় হিসাবে এটিই লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরান।
8/9

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের হয়ে ২০১৪ সালে ইডেন গার্ডেন্সে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন ইউসুফ। আজও যুগ্মভাবে তা আইপিএলের দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান।
9/9

ভারতীয় হিসাবে ৫১ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান ও ১৮ বলে লিস্ট এ ক্রিকেটে ১৮ বলে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডও রয়েছে ইউসুফের দখলে।
Published at : 17 Nov 2022 06:37 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















