এক্সপ্লোর
Advertisement

IND vs BAN 1st Test: চেন্নাইয়ে দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ, তাও সচিনের সর্বকালীন কৃতিত্বে ভাগ বসালেন বিরাট
Virat Kohli: বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ছয় ও দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেন।

চেন্নাইয়ে বড় রান হাতছাড়া করেও কোহলির রেকর্ড (ছবি: পিটিআই)
1/10

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলি দুই ইনিংসেই বড় রান করতে ব্য়র্থ হয়েছেন।
2/10

তবে তা সত্ত্বেও চেন্নাইয়ে সচিন তেন্ডুলকরের এক বিরাট কৃতিত্বে ভাগ বসালেন তিনি।
3/10

চিপকে প্রথম ইনিংসে কোহলি ৬ রানে আউট দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ১৭ রান। তবে এই ১৭ রানের ইনিংসেই ইতিহাস।
4/10

'মাস্টার ব্লাস্টার'-র পর মাত্র দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে 'কিং কোহলি'ঘরের মাঠে ১২ হাজার আন্তর্জাতিক রান করলেন।
5/10

কোহলি ও সচিন বাদে আর কোনও ভারতীয় ব্যাটার ১২ হাজার তো দূর, দেশের মাটিতে ১০ হাজার রানের গণ্ডিও পার করেননি।
6/10

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা সদ্য প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ মোট ৯০০৪ রান।
7/10

তবে দ্বিতীয় দিনে কোহলির আউট হওয়া নিয়ে খানিক বিতর্কই হয় বটে। মেহেদি হাসানের বলে বিরাটকে এলবিডব্লু দেন আম্পায়ার।
8/10

কিন্তু রিপ্লেতে স্নিকোর মাধ্য়মে স্পষ্ট দেখা যায় প্যাডের আগে বল কোহলির ব্যাটে লেগেছিল। কিন্তু তিনি নিজেই কোনও রিভিউ নেননি।
9/10

অধিনায়ক রোহিত শর্মা সাজঘরে রিপ্লে দেখার পর তো রীতিমতো বিস্মিত হয়ে যান।
10/10

কোহলি, রোহিতদের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতা অব্যাহত। তবে দিনশেষে কিন্তু ভারত ৩০৮ রানের বিরাট লিড নিতে সক্ষম হয়েছে। ছবি- বিসিসিআই/পিটিআই
Published at : 20 Sep 2024 08:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
