এক্সপ্লোর
IND vs BAN 2nd Test: নেটে ঠিকঠাক ব্যাটে বলে করতেই চাপে পড়লেন কোহলি, কানপুরে অনুশীলনে নজর কাড়লেন বুমরা
India vs Bangladesh: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট।

কানপুরে শুরু টিম ইন্ডিয়ার অনুশীলন (ছবি: পিটিআই)
1/10

মাত্র আর একদিনের অপেক্ষা। শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট।
2/10

ম্যাচের আগে মঙ্গলবারই কানপুরে পৌঁছে গিয়েছিল দুই দল। শুরু হয়ে গিয়েছে অনুশীলনও। ভারত-বাংলাদেশ, দুই দলই জোরকদমে অনুশীলন সারল।
3/10

গ্রিন পার্কের পিচ কিউরেটর শিব কুমার জানান পিচে সকলের জন্যই কিছু না কিছু থাকবে। তিনি বলেন, 'এই পিচের সকলের জন্যই কিছু না কিছু থাকবে। প্রথম দুই সেশনে বাউন্স থাকবে। প্রথম দুইদিন ব্যাটারদের মদতও করবে। তারপর থেকে স্পিনাররা সাহায্য পাবেন।'
4/10

অনুশীলনে স্বাভাবিক কারণেই নজর ছিল বিরাট কোহলির ওপর। প্রথম টেস্টে তেমন রান পাননি বিরাট। কানপুরের নেটে বিরাটকে যেমন দেখাল, তাতে তাঁর অনুরাগীদের খুব একটা উচ্ছ্বসিত হওয়ার কথা নয়।
5/10

বুমরার বিরুদ্ধে কোহলি বেশ চাপে পড়েন। তারকা ফাস্ট বোলারের বিরুদ্ধে মাত্র ১৫টি বল খেলে বিরাট চার বার নাকি বিট হন। এর মধ্যে একটি বল তাঁর ব্যাটেক কাণায় লাগে এবং একটি প্যাডে লাগে।
6/10

তবে বিরাটকে সবথেকে বেশি বিপাকে পড়তে দেখা যায় ভারতীয় স্পিনত্রয়ী অক্ষর, জাডেজা ও অশ্বিনের বিরুদ্ধে।
7/10

জাডেজার বিরুদ্ধে ইনসাইড আউট শট মারতে গিয়ে পরপর তিনবার বিট হন কোহলি। আর অক্ষর তো শেষবেলায় তাঁর উইকেটই ছিটকে দেন।
8/10

অতীতেও বারংবার কোহলির স্পিন খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। উপরন্তু, নেটে এমন ঘটনা কিন্তু ভারতীয় সমর্থকদর জন্য উদ্বেগেরই বটে।
9/10

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কোহলি যথাক্রমে ছয় ও ১৭ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি স্পিন বোলার মেহেদি হাসানের বলেই এলবি হন 'কিং কোহলি'। তাঁকে গোটা বিষয়ে বেশ ক্ষুব্ধও দেখায়।
10/10

তবে অনুশীলনের ফাঁকে কিন্তু তরুণ নেট বোলারদের ছবি তোলার আবদারও মেটান বিরাট কোহলি। এবার অপেক্ষা শুধু রাত পোহানোর। তারপরেই শুরু হয়ে যাবে দ্বিতীয় টেস্ট। ছবি- পিটিআই
Published at : 26 Sep 2024 02:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
