এক্সপ্লোর
IND vs NZ: বৃষ্টির জেরে তৃতীয় টি-টোয়েন্টি টাই হওয়ায় ১-০ সিরিজ জিতল ভারত
Mohammed Siraj: নতুন হোক বা পুরনো, দুই বলেই অনবদ্য বোলিং করেন মহম্মদ সিরাজ। মাত্র ১৭ রানের বিনিময়ে তিনি ম্যাচে চার উইকেট নেন। তাঁকেই ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।
![Mohammed Siraj: নতুন হোক বা পুরনো, দুই বলেই অনবদ্য বোলিং করেন মহম্মদ সিরাজ। মাত্র ১৭ রানের বিনিময়ে তিনি ম্যাচে চার উইকেট নেন। তাঁকেই ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/1cfb833d7415bd3f3f70b29e880d06741669117688935507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত (ছবি: বিসিসিআই ট্যুইটার)
1/10
![এদিন বৃষ্টির জেরে ম্যাচ এমনিই নির্ধারিত সময়ের পরে শুরু হয়। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে টিম সাউদি কিউয়িদের হয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/ec94905bd545c2a0edbfe11d05f9b787c54b2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন বৃষ্টির জেরে ম্যাচ এমনিই নির্ধারিত সময়ের পরে শুরু হয়। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে টিম সাউদি কিউয়িদের হয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
2/10
![পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ৪৬ রান তুললেও, ভারতীয় দল দুই উইকেট নিতে সক্ষম হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/77ebd717cd627610158f80df6970a085b3c80.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ৪৬ রান তুললেও, ভারতীয় দল দুই উইকেট নিতে সক্ষম হয়।
3/10
![কিউয়িদের হয়ে এরপরে ইনিংসের হাল ধরেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপ্স। দুইজনে যথাক্রমে ৫৯ ও ৫৪ রান করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/3d92e481f3df3033fa82f9dd3564042eb84e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিউয়িদের হয়ে এরপরে ইনিংসের হাল ধরেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপ্স। দুইজনে যথাক্রমে ৫৯ ও ৫৪ রান করেন।
4/10
![ফিলিপ্স ও কনওয়ের ৮৬ রানের পার্টনারশিপ ভাঙেন মহম্মদ সিরাজই। তিনি ম্য়াচে মোট চারটি উইকেট নেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/c89168424163cad7bf1b7b914620f9147a27e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফিলিপ্স ও কনওয়ের ৮৬ রানের পার্টনারশিপ ভাঙেন মহম্মদ সিরাজই। তিনি ম্য়াচে মোট চারটি উইকেট নেন।
5/10
![অর্শদীপ সিংহও চার উইকেট নেন। ১৪ রানে শেষ সাত উইকেট হারিয়ে ১৬০ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/a6100a0060d067fdf150fdc19f7941525bb91.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অর্শদীপ সিংহও চার উইকেট নেন। ১৪ রানে শেষ সাত উইকেট হারিয়ে ১৬০ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
6/10
![অবশ্য বল হাতে কিউয়িরাও দুর্দান্তভাবে শুরুটা করেন। ২১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/c5de1ff6143496a656da7e8cdb742bfbc6835.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অবশ্য বল হাতে কিউয়িরাও দুর্দান্তভাবে শুরুটা করেন। ২১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতও।
7/10
![গত ম্যাচে শতরানকারী সূর্যকুমার যাদবও এদিন ১৩ রানের বেশি দলের স্কোরে যোগ করতে পারেননি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/1a0e76dc68fe7c2acc2f7ba2f05498c485325.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত ম্যাচে শতরানকারী সূর্যকুমার যাদবও এদিন ১৩ রানের বেশি দলের স্কোরে যোগ করতে পারেননি।
8/10
![নয় ওভার পরে ম্যাচ স্থগিত হয়ে যায়। ডার্কওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী তখন ম্যাচ সমতায় ছিল। ভারতের স্কোর ছিল ৭৫/৪।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/70c8a71dfb5f9fdd8f35ba4c6c8e6a304ce68.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নয় ওভার পরে ম্যাচ স্থগিত হয়ে যায়। ডার্কওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী তখন ম্যাচ সমতায় ছিল। ভারতের স্কোর ছিল ৭৫/৪।
9/10
![ফলে ম্যাচ টাই হয়। অবশ্য এই ম্যাচ টাই হলেও, গত ম্যাচ জেতায় ১-০ সিরিজ নিজেদের নামে করে ভারত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/2dc9fec4d3eafe966f6ca9e304942debcac08.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফলে ম্যাচ টাই হয়। অবশ্য এই ম্যাচ টাই হলেও, গত ম্যাচ জেতায় ১-০ সিরিজ নিজেদের নামে করে ভারত।
10/10
![সিরিজ সেরা ঘোষণা করা হয় গত ম্যাচে শতরানকারী সূর্যকুমার যাদবকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/156994423c93668921d4995753f8159b3036c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিরিজ সেরা ঘোষণা করা হয় গত ম্যাচে শতরানকারী সূর্যকুমার যাদবকে।
Published at : 22 Nov 2022 05:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)