এক্সপ্লোর
IND vs SA: দক্ষিণ আফ্রিকা সফরে নজর কাড়তে তৈরি পাঁচ তরুণ ভারতীয় তারকা
Team India: বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা রামধনুর দেশের কেবল টেস্ট সিরিজ়ই খেলবেন। তাঁদের অনুপস্থিতিতে তরুণ ভারতীয় তারকাদের সামনে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ রয়েছে।

প্রোটিয়া সফরে নজরে তরুণরা (ছবি: বিসিসিআই এক্স)
1/10

ইতিমধ্যেই তিন ফর্ম্যাটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ়েও তিনি বেশ ভালই খেলেছেন।
2/10

অনূর্ধ্ব ১৯-র সময়কালে যশস্বী দক্ষিণ আফ্রিকায় বেশ ভাল পারফর্ম করেছিলেন। সেই অভিজ্ঞকা তাঁকে সিনিয়র দলের হয়ে পারফর্ম করতেও আত্মবিশ্বাস জোগাবে। 2
3/10

সাম্প্রিতক সময়ে রিঙ্কু সিংহ নিজের ধারাবাহিক পারফরম্যান্স সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেরই ফেভারিট হয়ে উঠেছেন। টি-টোয়েন্টিতে তো নিজের ছোট ছোট ইনিংসে তিনি প্রভাবিত করেছেন।
4/10

তবে ওয়ান ডে দলেও সুযোগ পাওয়ায় রিঙ্কুর সামনে আরও বড় ইনিংস খেলার হাতছানি রয়েছে।
5/10

image 6আইপিএলের সুবাদে পরিচিত পাওয়া আরেক তারকা সাই সুদর্শনও সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে। ২২ বছর বয়সি তারকা আইপিএলের পাশাপাশি 'এ' দলের হয়েও ভাল পারফর্ম করেছেন।
6/10

তিনি ২৩টি ম্যাচে ছয়টি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিতে ভর করে ১২০০-র অধিক রান করেছেন। তাঁর দলে সুযোগ পাওয়ায় তো আর অশ্বিনও উচ্ছ্বসিত। তাই বাঁ-হাতি তারকার দিকে নজর থাকবেই।
7/10

প্রসিদ্ধ কৃষ্ণের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়টা ভাল কাটেনি। তিনি এক টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় হিসাবে সর্বাধিক রান খরচ করার লজ্জার নজির নিজের নামে করেন।
8/10

তবে তরুণ ফাস্ট বোলারের প্রতিভা নিয়ে প্রশ্ন থাকতে পারে না। প্রসিদ্ধ টেস্ট দলেও সুযোগ পেয়েছেন। শামি যদি সময়মতো ফিট না হতে পারেন, তাহলে প্রোটিয়াদের তাঁর টেস্ট অভিষেকও ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে
9/10

আইপিএল নক আউটে ইডেনে শতরান হাঁকিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন রজত পাতিদার। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিতাবে পারফর্ম করেছেন তিনি।
10/10

ওয়ান ডে সিরিজ়ে বিরাট, রোহিতের পাশাপাশি শুভমন, ঈশান কিষাণরাও নেই। তারকাদের অনুপস্থিতিতে পাতিদারের সামনে নিজের ঘরোয়া ক্রিকেটের ফর্ম আন্তর্জাতিক ক্রিকেটে তুলে ধরার একটা সুযোগ রয়েছে।
Published at : 05 Dec 2023 10:08 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
