এক্সপ্লোর
IND vs SL 3rd T20I: সিরিজ নির্ণায়ক ম্যাচে সুযোগ পাবেন অর্শদীপ? কেমন হবে ভারতীয় একাদশ?
IND vs SL: গত ম্যাচে নিজের দুই ওভারেই পাঁচটি নো বল করে প্রবল সমালোচনার সম্মুখীন হন অর্শদীপ সিংহ। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি সুযোগ পাবেন কি না, সেটাই দেখার।

অর্শদীপ সিংহ কি ভারতীয় একাদশে সুযোগ পাবেন? (ছবি: পিটিআই)
1/11

নিজের ওয়ান ডে ক্রিকেটের ফর্ম এখনও অবধি টি-টোয়েন্টিতে দেখাতে পারেননি শুভমন গিল। শেষ টি-টোয়েন্টিতে তিনি কেমন খেলেন সেটাই দেখার।
2/11

বিগত ১০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৭.৫০ গড়ে রান করেছেন ঈশান কিষাণ। তবে এই ম্যাচে তিনি আরেকটি সুযোগ পেতেই পারেন।
3/11

গত ম্যাচেই ভারতের হয়ে অভিষেক ঘটিয়েছেন রাহুল ত্রিপাঠী। গত ম্যাচে তাঁর ব্যাট না চললেও, তাঁকে দল থেকে বাদ দেওয়ার মানে হয় না।
4/11

গত ম্যাচে ভারতীয় দলের সিংহভাগ ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও, সূর্যকুমার কিন্তু দুরন্ত অর্ধশতরান করেছিলেন। তাঁর দিকে ফের একবার এই ম্যাচেও নজর থাকবে।
5/11

দলের নেতা হার্দিক পাণ্ড্যর এই সিরিজটা এখনও একেবারেই আহামরি কাটেনি। তিনি শেষ ম্যাচে ভাল পারফর্ম করতে মরিয়া হয়ে মাঠে নামবেন।
6/11

ফিনিশার হিসাবে দীপক হুডা প্রথম টি-টোয়েন্টিতে ভাল খেলেছিলেন। তৃচীয়
7/11

অক্ষর গত ম্যাচে ২০ বলে চোখধাঁধানো অর্ধশতরান করেন। বল হাতেও প্রথম ম্যাচে ভাল বল করেছেন তিনি। অক্ষর তো এই ম্যাচে খেলবেনই।
8/11

শিবম মাভি গোটা সিরিজেই অনবদ্য পারফর্ম করেছেন। তিনিও একাদশে থাকবেন বলে ধরে নেওয়াই যায়।
9/11

উমরান মালিকের আগুনে গতি শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে ফেলতে পারে। মাভির পাশাপাশি তাঁর খেলাও প্রায় নিশ্চিত।
10/11

সমালোচনায় বিদ্ধ অর্শদীপ সিংহের বদলে হর্ষল পটেলকে একাদশে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বটে। তবে ভারতীয় ম্যানেজমেন্ট এই ম্যাচে অন্তত অর্শদীপকে সুযোগ দিয়ে আরও একবার পরখ করে দেখে নিতেই পারে।
11/11

দলের দ্বিতীয় স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহাল একাদশে থাকতে পারেন।
Published at : 07 Jan 2023 06:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
অটো