এক্সপ্লোর
IND vs WI 2nd Test: রাজধানীতে রাজকীয় সাক্ষাৎ, দেখা করে যশস্বীর কাছে কী অনুরোধ করলেন ব্রায়ান লারা?
Yashasvi Jaiswal: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৭৫ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল।
রাজধানীতে দুই তারকা বাঁ-হাতি ব্যাটারের সাক্ষাৎ
1/8

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ভারতের হয়ে এক চোখধাঁধানো ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের স্কোর সঙ্গে মাত্র দুই রানই যোগ করে দ্বিতীয় দিনের সকালে আউট হলেও, যশস্বী মোট ১৭৫ রান করেন।
2/8

শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে দুর্ভাগ্যবশত রান আউট হয়েই যশস্বীকে সাজঘরে ফিরতে হয়।
3/8

ভারতের তারকা ওপেনারের ২৫৮ ইনিংস সাজানো ছিল ২২টি চারে ৬৭-র অধিক স্ট্রাইক রেটে তিনি রান করেন।
4/8

যশস্বী নিজের সপ্তম টেস্ট শতরানে একাধিক রেকর্ড ভাঙেন ও গড়েন।
5/8

প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আপাতত ভারতেই রয়েছেন। তাঁকে মাঠেও স্ট্যান্ডে বসে ম্য়াচ দেখতে দেখা যায়। যশস্বীর সঙ্গে এই ম্যাচ চলাকালীনই ব্রায়ান লারা দেখা করেন।
6/8

একজন কিংবদন্তি ও আরেকজন বর্তমান প্রজন্মের তারকার সাক্ষাতের দিকে সকলেরই নজর ছিল।
7/8

বিসিসিআইয়ের তরফে তাঁদের এই সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করা হয়।
8/8

ভিডিওতে ব্রায়ান লারাকে যশস্বীর কাছে অনুরোধ করতে শোনা যায়, 'আমাদের বোলারদের এত বাজেভাবে মেরো না।' এই কথা শুনে যশস্বীর মুখে মুচকি হাসি দেখা যায়। ছবি- বিসিসিআই, পিটিআই
Published at : 12 Oct 2025 09:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























