এক্সপ্লোর
IND vs IRE: ভারত বনাম আয়ার্ল্যান্ডের ঐতিহাসিক ম্যাচে জেমাইমার অনবদ্য সেঞ্চুরি, তৈরি হল গুচ্ছ রেকর্ড
India vs Ireland: ভারতীয় দল ১১৬ রানের ব্যবধানে আয়ার্ল্যান্ডকে হারিয়ে তিন ম্য়াচের সিরিজ় এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের নামে করে নিল।

সেঞ্চুরি হাঁকিয়ে গিটার বাজানোর আদলে জেমাইমার সেলিব্রেশন (ছবি: বিসিসিআই ওমেন এক্স)
1/10

রাজকোটে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ১১৬ রানের বিরাট ব্যবধানে জয়। এই ম্যাচেই একাধিক ইতিহাস গড়ল ওমেন ইন ব্লু।
2/10

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা। তারপর ভারতীয় ব্যাটাররা পরবর্তী ৫০ ওভার আইরিশ বোলাদের কার্যত শাসন করলেন।
3/10

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৩৭০ রান তোলে ভারতীয় দল। এটাই আন্তর্জাতিক ওয়ান ডেতে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ স্কোরও বটে।
4/10

এদিন স্মৃতি ও প্রতীকা ওপেনিংয়ে ১৫৬ রান যোগ করেন। তাঁরা ৮.২৬ রান প্রতি ওভারে ইনিংস গড়েন। ভারতীয় মহিলাদের ক্রিকেটের ইতিহাসে শতাধিক বল খেলা কোনও পার্টনারশিপ এটাই সর্বাধিক রান রেট।
5/10

স্মৃতি-প্রতীকার পাশাপাশি হরলীন ও জেমাইমাও এদিন ১৫০-র অধিক রানের পার্টনারশিপ গড়েন।এই প্রথমবার এক ওয়ান ডেতে জোড়া ১৫০ রানের পার্টনারশিপ গড়ল ওমেন ইন ব্লু।
6/10

ব্যাট হাতে ভারতীয় ইনিংসে সর্বাধিক ১০২ রানের ইনিংস খেলেন জেমাইমা। এটা তাঁর প্রথম ওয়ান ডে সেঞ্চুরি।তিনিই হরমনপ্রীত কৌর বাদে প্রথম ভারতীয় মহিলা হিসাবে চার বা তার নীচে ব্যাটে নেমে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকালেন।
7/10

ভারতীয় দল এদিন ৭.৪০ গড়ে নিজেদের ইনিংসে রান তোলে। ভারতীয় মহিলা দলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান রেট।
8/10

এদিন নিজের শততম ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছিলেন দীপ্তি শর্মা।
9/10

বল হাতে ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে তিনিই এ ম্যাচে ভারতের সেরা বোলার।
10/10

শেষমেশ আইরিশরা সাত উইকেটের বিনিময়ে ২৫৪ রানেই থামতে বাধ্য হয়। ম্যাচ ও সিরিজ় জিতে নেন স্মৃতি মান্ধানারা। ছবি- বিসিসিআই ফেসবুক।
Published at : 12 Jan 2025 09:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
