এক্সপ্লোর
India vs Bangladesh: বাংলা-গুজরাত যুগলবন্দি আর শাকিবের আত্মঘাতী শটে তছনছ বাংলাদেশ
IND vs BAN Chennai Test: গুজরাতের বুমরা ও বাংলার আকাশ দীপের যুগলবন্দিতে ছারখার বাংলাদেশের ব্যাটিং। টেস্ট বাঁচানোর অগ্নিপরীক্ষা এখন শান্তদের।

বল হাতে নজর কাড়লেন আকাশ দীপ। - পিটিআই
1/10

ভারতের বোলারদের সামনে চেন্নাইয়ে বেসামাল বাংলাদেশ। চিপকে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে শেষ হয়ে গেল বাংলাদেশ।
2/10

ভারত যেখানে ৯১.২ ওভার ব্যাটিং করেছিল প্রথম ইনিংসে, সেখানে বাংলাদেশের ইনিংস খতম মাত্র ৪৭.১ ওভারে। ২২৭ রানের বিশাল লিড নেয় ভারত।
3/10

বাংলাদেশ শিবিরে প্রথম ধাক্কাটা দেন বুম বুম বুমরা। প্রথম ওভারেই বাংলাদেশের ওপেনার শাদমান আসলামের স্টাম্প ছিটকে দেন তিনি।
4/10

তারপর আসরে আবির্ভাব আকাশ দীপের। ঘরোয়া ক্রিকেটে যিনি খেলেন বাংলার হয়ে। পরপর ২ বলে জাকির হাসান ও মোমিনুল হকের স্টাম্প উড়িয়ে দেন আকাশ দীপ। ২২/৩ হয়ে যায় বাংলাদেশ।
5/10

মহম্মদ সিরাজ বল করতে এসে ফেরান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। মুশফিকুর রহিমকে ফেরান বুমরা। ৪০/৫ হয়ে যায় বাংলাদেশ।
6/10

এরপর শাকিব আল হাসান (৩২ রান) ও লিটন দাস (২২ রান) ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন। ষষ্ঠ উইকেটে ৫১ রান যোগ করেন তাঁরা।
7/10

রবীন্দ্র জাডেজা সেই পার্টনারশিপ ভাঙেন। তাঁর বলে স্যুইু করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। তাঁকে রিভার্স স্যুইপ করতে গিয়ে আউট হন শাকিব। যে শটকে বলা হচ্ছে আত্মঘাতী। প্রবল সমালোচিত হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি।
8/10

বাংলাদেশের ব্যাটিংয়ের লেজ মুড়িয়ে দিতে বেশি সময় লাগেনি ভারতীয় বোলারদের।
9/10

যশপ্রীত বুমরা নেন ৪ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৪০০ উইকেট হয়ে গেল বুমরার।
10/10

গুজরাতের বুমরা ও বাংলার আকাশ দীপের যুগলবন্দিতে ছারখার বাংলাদেশের ব্যাটিং। টেস্ট বাঁচানোর অগ্নিপরীক্ষা এখন শান্তদের। ছবি - পিটিআই
Published at : 20 Sep 2024 04:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
