এক্সপ্লোর
IND vs ENG 4th Test: ধোনির শহরে চতুর্থ টেস্টে ভারতীয় ওপেনারদ্বয়ের সামনে গুচ্ছ রেকর্ডের সুযোগ
Indian Cricket Team: ভারতের হয়ে এই সিরিজ়ে রোহিত ইতিমধ্যেই একটি এবং যশস্বী জয়সওয়াল দুইটি শতরান হাঁকিয়ে ফেলেছেন।

চুতর্থ টেস্টে দুই ভারতীয় ওপেনারই একাধিক রেকর্ড গড়তে পারেন (ছবি: পিটিআই)
1/7

পাশাপাশি দ্বিশতরান হাঁকালে ডনকে ছোঁয়ারও হাতছানি রয়েছে তাঁর। ডন ব্র্যাডম্যান একমাত্র ব্যাটার হিসাবে এক টেস্ট সিরিজ়ে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। মুম্বইয়ের তারকা সেক্ষেত্রে তাঁর কৃতিত্বে ভাগ বসাবেন।
2/7

দেশের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির গড়ে, রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও একাধিক মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছেন ব্যাটার রোহিতের সামনে।
3/7

যশস্বী পরের ম্যাচে আরেকটি দ্বিশতরান হাঁকাতে পারলে তিনিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক করবেন। অর্থাৎ প্রথম ব্যাটার হিসাবে নাগাড়ে তিন টেস্টে তিনটি দ্বিশতরান করবেন।
4/7

রোহিত আর ২৩ রান করলে চার হাজার টেস্ট রানের গণ্ডিও পার করে ফেলবেন। ভারতীয় অধিনায়ক আপাতত ৫৭টি টেস্টে ৩৯৭৭ রান করেছেন। তিনি ১৭তম ভারতীয় হিসাবে চার হাজার টেস্ট রান সম্পূর্ণ করবেন।
5/7

এছাড়া এই ম্যাচেই ভারতীয় অধিনায়কের সামনে প্রথম শ্রেণির ক্রিকেটে নয় হাজার রান পূর্ণ করার সুযোগ থাকছে। তাঁর জন্য রোহিতের দরকার ৩৭ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে হাজার টেস্ট রান পূর্ণ করতে ভারতীয় অধিনায়কের প্রয়োজন ১৩ রান। আর হাফ সেঞ্চুরি হাঁকালে এশিয়ার মাটিতে ২৫০০ টেস্ট রানের গণ্ডি পার করে ফেলবেন তিনি।
6/7

গত ম্যাচে রোহিত শর্মা শতরান হাঁকিয়েছেন বটে। তবে এই টেস্ট সিরিজ়ে সবথেকে বেশি নজর কাড়ছেন তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই তিনি নাগাড়ে দুই শতরান হাঁকিয়ে ফেলেছেন। আসন্ন ম্যাচে রাঁচিতে যশস্বীর সামনেও তিন রেকর্ড গড়ার হাতছানি।
7/7

তবে ডাবল সেঞ্চুরি না হাঁকালেও তাঁর সামনে অনন্য কৃতিত্ব গড়ার সুযোগ রয়েছে। যশস্বী রাঁচিতে মোট ১৩৯ রান করতে পারলেই দ্রুততম ভারতীয় তথা সর্বকালীন দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে টেস্টে হাজার রানের গণ্ডি পার করবেন।
Published at : 22 Feb 2024 10:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
