এক্সপ্লোর
IND vs NED: নেদারল্যান্ডস ম্যাচ নয়া ইতিহাস গড়ার হাতছানি রোহিত-বিরাটের সামনে
CWC 2023: নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল।

বেঙ্গালুরুতে রোহিত-বিরাটের সামনে রেকর্ড গড়ার হাতছানি (ছবি: পিটিআই)
1/11

চলতি বিশ্বকাপে আটে আট করে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে ভারতীয় দল। নিয়মরক্ষার ম্যাচে বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এই ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।
2/11

রোহিত এই বছর ২৪টি ওয়ান ডে ম্যাচে ৫৮টি ছয় মেরেছেন। ডাচদের বিরুদ্ধে আর একটি ছয় মারলেই, এক বছরে এককভাবে ওয়ান ডেতে সর্বাধিক ছয় মারার রেকর্ড নিজের নামে করবেন রোহিত। পিছনে ফেলবেন এবি ডি ভিলিয়ার্সকে।
3/11

ভারতের 'হিটম্যান' চলতি বিশ্বকাপে সর্বাধিক ছয় হাঁকিয়েছেন। তিনি যদি ডাচদের বিরুদ্ধে। ভারতের 'হিটম্যান' চলতি বিশ্বকাপে সর্বাধিক ছয় হাঁকিয়েছেন। তিনিই সেক্ষেত্রে প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ৫০টি ছয় মারবেন। এখনও পর্যন্ত ক্রিস গেল বিশ্বকাপে সর্বাধিক ৪৯টি ছয় মেরেছেন।
4/11

ভারতীয় অধিনায়কের ২০১৯ সালের বিশ্বকাপটা স্বপ্নের মতোই কেটেছিল। রেকর্ড পাঁচ পাঁচটি শতরানসহ মোট ৬৪৮ রান করেছিলেন। তিনি এই বিশ্বকাপেও বেশ ভাল ফর্মে। রোহিত এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৪৪২ রান করেছেন। তিনি আর ৫৮ রান করতে পারলেই সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় দুই বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি পার করবেন।
5/11

সচিনের কৃতিত্বে ভাগ বসানোর পাশাপাশি সৌরভের রেকর্ড ভাঙারও হাতছানি রয়েছে রোহিতের সামনে। সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০৩ সালের বিশ্বকাপে ১১ ম্যাচে ৪৬৫ রান করেছিলেন। এটাই কোনও ভারতীয় অধিনায়কের এক বিশ্বকাপে সর্বাধিক রান। রোহিতের সামনে সেই রেকর্ড ভেঙে ফেলার হাতছানি রয়েছে।
6/11

কালকের ম্যাচে ৮০ রান করতে পারলে মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে রোহিত শর্মা ওয়ান ডে বিশ্বকাপে ১৫০০ রানের গণ্ডি পার করবেন। ডাচদের বিরুদ্ধে সেটা সম্ভব হলে তিনি দ্রুততম ব্যাটার হিসাবে মাত্র ২৬ ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করবেন।
7/11

আর সেঞ্চুরি হাঁকালে সচিন ও রিকি পন্টিংয়ের পার মাত্র তৃতীয় ব্যাটার হিসাবে ১১টি দলের বিরুদ্ধে ওয়ান ডে শতরান হাঁকাবেন তিনি।
8/11

অধিনায়ক রোহিতও কিন্তু সৌরভের রেকর্ড ভাঙতে। ২০০৩ বিশ্বকাপে সৌরভের ভারত টানা আটটি ম্যাচ জিতেছিল। রোহিতের ভারতও এবার আটটি ম্যাচ জিতেছে। নয়ে নয় করতে পারলেই নয়া রেকর্ড গড়ে ফেলবে এই টিম ইন্ডিয়া।
9/11

বর্তমান ভারতীয় অধিনায়কের পাশাপাশি প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনেও এই ম্যাচে রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।
10/11

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে ইডেন গার্ডেন্সে ৪৯তম শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। স্পর্শ করেছিলেন সচিন তেন্ডুলকরকে।
11/11

বেঙ্গালুরুতে শতরান হাঁকালে তিনি সচিনকে পিছনে ফেলে এককভাবে ওয়ান ডেতে সর্বাকালের সর্বাধিক শতরান হাঁকানোর রেকর্ড নিজের নামে করে ফেলবেন। এই দুই মহাতারকার ব্যক্তিগত রেকর্ড গড়ার হাতছানিই কিন্তু দর্শকদের কালকের ম্যাচে নজর রাখার বড় কারণ।
Published at : 11 Nov 2023 08:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
