এক্সপ্লোর
India vs Pakistan: পন্থের ব্যাটিং, বুমরার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড গড়ে জয় ভারতের
IND vs PAK: টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১১৯ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে ছয় রানে পরাজিত করল ভারতীয় দল।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয় (ছবি: বিসিসিআই এক্স)
1/10

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কে ভারত-পাকিস্তানের মহাদ্বৈরথ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। প্রায় এক ঘণ্টা পরে শুরু হয় ম্যাচ। তবে ম্যাচে ওভার কমেনি। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম।
2/10

শুরুটা ভারতের জন্য একেবারেই ভাল হয়নি। বিরাট কোহলি চার ও রোহিত শর্মা তিন রানে সাজঘরে ফেরেন।
3/10

তবে অক্ষরকে নিয়ে পাল্টা লড়াই চালান পন্থ। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৩৯ রান যোগও করেন।
4/10

এরপরেই ব্যাটিং বিপর্যয়। সাত রানের ব্যবধানে চার উইকেট হারায় ভারতী দল। শতরানের গণ্ডি পার করার আগেই পড়ে যায় সাত উইকেট।
5/10

পন্থকেও ৪২ রানে সাজঘরে ফেরান মহম্মদ আমির। তারপরের বলেই বোল্ড হন রবীন্দ্র জাডেজা।
6/10

শেষমেশ ১১৯ রানে এক ওভার বাকি থাকতেই অল আউট হয়ে যায় ভারতীয় দল। নাসিম শাহ ও হ্যারিস রউফ তিনটি করে উইকেট নেন।
7/10

বাবর আজমকে ফিরিয়ে ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দেন যশপ্রীত বুমরা। ২৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। স্লিপে দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব।
8/10

প্রথম ম্যাচে বল হাতে প্রভাবিত করা হার্দিক পাণ্ড্য এদিন ফের উইকেট পান। কৃপণ বোলিংও করেন তিনি। চার ওভারে ২৪ রানের বিনিময়ে দুই উইকেট নেন তারকা অলরাউন্ডার।
9/10

ইনিংসের শুরুতেই মহম্মদ রিজওয়ানের সহজ ক্যাচ ফেলেন শিবম দুবে। ভারতীয় দল যাতে তার খেসারত দেয়, সেটাই করছিলেন রিজওয়ান। ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পাকিস্তান ইনিংস। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ান বুমরা। সেট রিজওয়ানকে ফেরান ৩১ রানে।
10/10

শেষমেশ ছয় রানে ম্যাচ জিতে নেয় ভারত। ১১৩ রানেই থামে পাকিস্তানের ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি যুগ্মভাবে সবথেকে কম রানের পুঁজি নিয়ে জয়। রেকর্ড গড়েই চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাল ভারত। ১৪ রানে তিন উইকেট নিয়ে ভারতের জয় সুনিশ্চিত করেন বুমরা।
Published at : 10 Jun 2024 04:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
