এক্সপ্লোর
MS Dhoni: গড়াপেটা কাণ্ডে নাম জড়ানোয় ১০০ কোটির মানহানির মামলা ধোনির, বয়ান রেকর্ড করার নির্দেশ আদালতের
IPL Fixing: ধোনির তরফে আইনজীবী পি আর রমন একটি হলফনামা জমা দিয়েছেন। সেখানে আবেদন করা হয়েছে, এই মামলা যাতে আর ফেলে রাখা না হয়। তারপরই বিচারপতি সি ভি কার্তিকেয়ন একজন অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত করেছেন।
ধোনির বয়ান রেকর্ড হবে। - পিটিআই
1/10

প্রায় ১২ বছর আগে আইপিএলে গড়াপেটা (স্পট ফিক্সিং) কাণ্ডে তাঁর নাম উল্লেখ করা হয়েছিল। তাতে মহেন্দ্র সিংহ ধোনির ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন খোদ জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক।
2/10

১১ বছর আগে মামলা করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৪ সালে দায়ের হওয়া সেই মামলার শুনানি শুরু হতে চলেছে এতদিনে।
Published at : 13 Aug 2025 06:48 PM (IST)
আরও দেখুন






















