এক্সপ্লোর
ODI WC 2023 Jerseys: নীল, সবুজের আধিক্য, কেমন হল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির জার্সি?
CWC 2023: ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে।
এক নজরে বিশ্বকাপের সব জার্সি (ছবি: আইসিসি এক্স)
1/9

ভারতীয় ক্রিকেট দলের জার্সির রঙ মূলত নীল। তবে জার্সির হাতলে কমলা রঙের বর্ডার রয়েছে। জার্সির বুকের দিকে বিসিসিআইয়ের লোগোর উপরে দুইটি তারা রয়েছে যা টিম ইন্ডিয়ার দুইটি ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পরিচয়বাহক।
2/9

বাবর আজমরা গাঢ় সবুজ রঙের জার্সিতে বিশ্বজয়ের আশায় মাঠে নামবেন। তাঁদের জার্সির উপরের দিকে হলুদ রঙের একটি তারা জ্বলজ্বল করছে। পিসিবির দাবি অনুযায়ী এটি পাক তারকা এবং দলের সমর্থকদের মধ্যেকার সুদৃঢ় সম্পর্কের পরিচয়বাহক।
Published at : 28 Sep 2023 05:08 PM (IST)
আরও দেখুন






















