এক্সপ্লোর
ODI World Cup 2023: প্রথম দশে তিন ভারতীয়, চলতি বিশ্বকাপে সর্বাধিক ডট বল করেছেন এই বোলাররা
CWC 2023: তালিকায় প্রথম দশে থাকা ক্রিকেটারদের মধ্যে পাঁচজন ফাস্ট বোলার এবং পাঁচজন স্পিনার রয়েছেন।

তালিকায় কত নম্বরে রয়েছেন কুলদীপ? (ছবি: পিটিআই)
1/10

ম্যাট হেনরি সাম্প্রতিক সময়ের সেরা ওয়ান ডে বোলারদের অন্যতম। তিনি মেগা টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৮১টি ডট বল করেছেন।
2/10

হেনরির থেকে এক বল বেশি, ১৮২টি ডট বল করেছেন কুলদীপ যাদব।
3/10

রবীন্দ্র জাডেজা এখনও পর্যন্ত বিশ্বকাপে ১৮৬টি ডট বল করেছেন।
4/10

জাডেজার আগে রয়েছেন তাঁরই সিএসকে সতীর্থ তথা নিউজ়িল্যান্ড তারকা বোলর মিচেল স্যান্টনার। কিউয়ি স্পিনার মোট ১৮৯টি বল ডট করেছেন।
5/10

বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বাধিক মেডেন ওভার বল করেছেন আরিয়ান দত্ত। নেদারল্যান্ডসের স্পিনারের বিরুদ্ধে ১৯২টি বলে কোনও রান করতে পারেননি ব্যাটাররা।
6/10

তালিকায় পঞ্চম স্থানেও রয়েছেন একজন স্পিনার। তিনি কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকান স্পিনার ২০৯টি ডট বল করেছেন।
7/10

আরেক প্রোটিয়া তারকা মার্কো জানসেন রয়েছেন চারে। জানসেনের বিরুদ্ধে ব্যাটাররা ২১৩ বলে কোনও রান করতে পারেননি।
8/10

বিশ্বের নতুন এক নম্বর ওয়ান ডে বোলার শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধ ব্য়াটাররা ২১৭ বলে রান করতে পারেননি।
9/10

তালিকায় তৃতীয় তথা শেষ ভারতীয় যশপ্রীত বুমরা। তারকা ফাস্ট বোলার ২১৯ টি ডট বল করেছেন।
10/10

সবার শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। তারকা কিউয়ি ফাস্ট বোলার ২২৫টি ডট বল করেছেন।
Published at : 02 Nov 2023 10:53 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
