এক্সপ্লোর
Indian Cricket Team: ক্রিকেটার হিসাবে দুরন্ত রেকর্ড, টিম ইন্ডিয়াকে কোচিং করেও সাফল্য পেয়েছেন এই তারকারা
Team India: ক্রিকেটার হিসাবে পরিসংখ্যানের বিচারে ভারতের সফলতম কোচ কারা?
ক্রিকেটার হিসাবেও সফল এই ভারতীয় কোচরা (ছবি: পিটিআই)
1/10

সদ্যই জাতীয় দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের অধিক রান। ২০টি শতরান। ক্রিকেটার হিসাবে গম্ভীরের পরিসংখ্যান কিন্তু এককথায় দারুণ। কিন্তু তিনি একা নন,ভারতের কোচ হওয়ার আগে ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক আঙিনা মাতিয়েছন আরও অনেকে।
2/10

নিজের ১১ বছরের কেরিয়ারে ভারতের হয়ে ৫৫টি টেস্ট খেলেছিলেন চন্দু বর্দে। ১৯৬৯ সালে তিনি অবসর ঘোষণা করেন। ১৯৮৮ সালে তিনি ভারতের কোচ হন।
Published at : 12 Jul 2024 06:48 PM (IST)
আরও দেখুন






















