এক্সপ্লোর
Ravindra Jadeja: বিশ্বের দ্রুততম ফিল্ডার, তবুও কেন রোহিত-বিরাটের পথে হেঁটেই আচমকা অবসর নিলেন জাডেজা?
Ravindra Jadeja Retirement: ২০০৯ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন জাজেডা। ৭৪ ম্য়াচে ৫১৫ রান ও ৫৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর জাডেজার (ছবি এএনআই)
1/10

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই বিরাট, রোহিতের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন রবীন্দ্র জাডেজা। কিন্তু কেন?
2/10

২০০৯ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন জাজেডা। ৭৪ ম্য়াচে ৫১৫ রান ও ৫৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন।
3/10

৬টি টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৩০ রান ও ২২ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ান ডে ও টেস্টে খেলা চালিয়ে যাবেন জাডেজা।
4/10

সৌরাষ্ট্রের অভিজ্ঞ ক্রিকেটার জাডেজা বিশ্বের অন্য়তম সেরা ফিল্ডারদের মধ্যে একজন। ৩০ গজের ভেতরে সার্কেলে জাডেজার হাতে বল গেলে এখনও যে কোনও ব্যাটার আতঙ্কে থাকেন। রান আউট হওয়ার ভয় কাজ করে।
5/10

টি-টোয়েন্টি ফর্ম্য়াটে চারটে ওভার ভীষণ গুরুত্বপূর্ণ। জাডেজা এ দ্রুত তাঁর ওভার শেষ করেন যে, কোনও ব্যাটারের পরের বলে কীভাবে খেলবেন, তা ভাবার সময়ই থাকে না।
6/10

আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তারকা বাঁহাতি অলরাউন্ডার। ২০২৩ সালে তো দলকে চ্যাম্পিয়নও করেছিলেন। আইপিএলে এখনও খেলবেন তিনি।
7/10

বয়স ৩৫ হলেও ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। যদিও গত কয়েক বছরে বেশ কয়েকবার চোট পেয়েছেন। এমনকী ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো চোটের জন্য খেলতেই পারেননি।
8/10

রবিবার টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর পর জাডেজা লেখেন, ''কৃতজ্ঞতায়পূর্ণ হৃদয় নিয়ে, আমি আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। গৌরবের নেশায় অবিচল ঘোড়া যেমন ছুটে চলে, তেমনই আমিও দেশের জন্য সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকি দুই ফরম্যাটে ওই চেষ্টা অব্যাহত থাকবে। টি২০ বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিশ্বকাপ দিয়ে টি২০ ফরম্যাটের চূড়ায় নিজের নাম রেখে শেষ করতে পেরেছি। এই স্মৃতি, উদযাপন এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।''
9/10

কিন্তু প্রশ্ন হল, যে আরও কিছুদিন টি-টােয়েন্টি ফর্ম্য়াটে খেলা চালিয়ে যেতে কি পারতেন না জাডেজা? অক্ষর পটেল ছাড়া স্পিনিং অলরাউন্ডার আর এই মুহূর্তে নেই ভারতের তেমন নামকড়া। জাডেজার অভাব কিন্তু বোধ করবে দল।
10/10

তাছাড়া ফিল্ডার জাডেজাকে সবচেয়ে বেশি মিস করবে ভারতীয় ক্রিকেট। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে যে ফিল্ডিংয়ের নমুনা তিনি মাঠে রাখতেন। পয়েন্ট হোক বা বাউন্ডারি লাইনে, জাডেজার বিকল্প পাওয়া সত্যিই কঠিন।
Published at : 01 Jul 2024 06:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
