এক্সপ্লোর
ODI Record: তিনে রোহিত, ওয়ান ডেতে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন কোন ব্যাটাররা?
ODI Sixes: রোহিত বাদেও সর্বাধিক ছক্কা হাঁকানো পাঁচ ব্য়াটারদের তালিকায় আরও এক ভারতীয় রয়েছেন।
দ্রুততম ব্যাটার হিসাবে ৩০০টি ওয়ান ডে ছক্কা মেরেছেন রোহিত (ছবি: পিটিআই)
1/10

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রথম ভারতীয় হিসাবে ৩০০ ওয়ান ডে ছক্কা হাঁকান রোহিত শর্মা। দ্রুততম ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
2/10

তবে তিনিই প্রথম নন, বরং তৃতীয় ব্যাটার হিসাবে 'হিটম্যান' ৩০০টি ওয়ান ডে ছয় মারেন। তাঁর দখলে বর্তমানে মোট ৩০৩টি ছয় মারার কৃতিত্ব রয়েছে।
Published at : 16 Oct 2023 05:30 AM (IST)
আরও দেখুন






















