এক্সপ্লোর
T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাকাঁনোর রেকর্ড কার দখলে?
T20 World Cup Records: বিশের বিশ্বকাপের সিক্সার কিং কারা? এক নজরে দেখে নেওয়া যাক।

বিশের বিশ্বকাপের সিক্সার কিং কে? (ছবি: আইসিসি এক্স)
1/11

আর মাত্র ঘণ্টাকয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ।
2/11

বিশের বিশ্বকাপে ছক্কা হাঁকানোর দৌড়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
3/11

অজ়ি তারকা ক্রিকেটার উত্থান কিন্তু এই ফর্ম্যাট থেকেই। ওয়ার্নার বিশ্বকারে ৩১টি ছক্কা মেরেছেন।
4/11

২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে হাঁকানো যুবরাজ সিংহের ছয় ছক্কা কেই বা ভুলতে পারে?
5/11

যুবরাজ ভারতীয় দলের হয়ে বিশ্বকাপে ৩৩টি ছয় মেরেছেন।
6/11

যুবরাজের সমসংখ্যক ছক্কাই হাঁকিয়েছেন জস বাটলারও।
7/11

তবে আসন্ন বিশ্বকাপে বাটলারের সামনে যুবরাজকে পিছনে ফেলার হাতছানি রয়েছে।
8/11

তালিকায় দুই নম্বরে রয়েছেন রোহিত শর্মা। 'হিটম্যান'কে এই তালিকায় দেখে কেউই অবাক হবেন না।
9/11

ভারতীয় অধিনায়ক টি-টোয়েন্টির বিশ্বকাপে মোট ৩৫টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি আপাতত দ্বিতীয় স্থানে।
10/11

তালিকায় এক নম্বরে থাকা ব্যক্তির নাম ক্রিস গেল। তিনি শুধু রোহিতের থেকে এগিয়ে নন, প্রায় দ্বিগুণ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
11/11

'ইউনিভার্স বস'টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মোট ৬৩টি ছয় মেরেছেন।
Published at : 30 May 2024 06:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
