এক্সপ্লোর
Sachin Tendulkar: ‘ইয়ে হসীন ওয়াদিয়াঁ, ইয়ে খুলা আসমান’...তুষারে ঢাকা ভূস্বর্গে সঙ্গী স্ত্রী, প্রেমের বেলায় ফিরলেন সচিন
Sachin in Kashmir: সচিনকে কাশ্মীর সফরে কখনও ক্রিকেট খেলতে দেখা গিয়েছে, কখনও আবার প্যারা ক্রিকেটার আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
কাশ্মীরে স্ত্রী অঞ্জলির সঙ্গে সচিন (ছবি: সচিনের ফেসবুক)
1/8

ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। অবসরের এতদিন পরেও সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি।
2/8

এখনও তিনি বিমানে উঠলে সচিন, সচিন রব উঠে চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলে, তা হু হু করে ভাইরাল হয়। সম্প্রতি সচিনের নতুন এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে।
Published at : 25 Feb 2024 03:08 PM (IST)
আরও দেখুন






















