এক্সপ্লোর
Sikhar Dhawan: রেকর্ড অঙ্কের সম্পত্তি, প্রচুর এনডোর্সমেন্ট, 'মিঃ আইসিসি' ধবনের এই অজানা তথ্যগুলো জেন নিন
Sikhar Dhawan Net Worth: শিখর ধবন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন।
শিখর ধবন (ছবি ইনস্টাগ্রাম)
1/10

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শিখর ধবন। আইপিএলের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক বাঁহাতি প্রাক্তন ভারতীয় ওপেনারের সম্পত্তির পরিমান কত জানেন? আইপিএল, বিজ্ঞাপন থেকে কত আয় করেন তিনি?
2/10

২০০৮ সালে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক। বর্তমানে পাঞ্জাব কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ৩৯ বছরের তারকা ক্রিকেটার।
3/10

২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর থেকে দেশের জার্সিতে আর দেখতে পাওয়া যায়নি ধবনকে। তবুও তাঁর সম্পত্তির পরিমান প্রায় ১২৫ কোটি।
4/10

জিও, নেরোলেক পেইন্টস, বোট সহ আরও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ ছিলেন ধবন। ফলে আয়ের পরিমানটাও আকাশছোঁয়া।
5/10

শিখর ধবন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন।
6/10

২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদে ৫.২০ টাকা মূল্যে দলে এসেছিলেন। দিল্লি ক্যাপিটালসও একই মূল্যে নিয়েছিল ধবনকে। এরপর পাঞ্জাব কিংসে ৮.৩৫ কোটি অর্থের মূল্যে দলে আসেন ধবন।
7/10

ভারতের হয়ে তিন ফর্ম্য়াট মিলিয়ে মোট ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শিখর ধবন। হাঁকিয়েছেন ২৪টি শতরান। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রথমবার ভারতের জার্সি গায়ে মাঠে নামেন শিখর।
8/10

১৬৭টি ওয়ান ডে ম্যাচে ৪৪.১১-র গড় ও ৯১.৩৫ স্ট্রাইক রেটে তিনি মোট ৬৭৯৩ রান করেছেন। আন্তর্জাতিক ওয়ান ডেতে মাত্র আটজন ব্যাটার নিজের কেরিয়ারে ৪০-র অধিক গড় এবং ৯০-র অধিক স্ট্রাইক রেটে পাঁচ হাজারের বেশি রান করেছেন।
9/10

শিখর দেশের হয়ে ৩৪টি টেস্ট এবং ৬৮টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচে যথাক্রমে ২৩১৫ ও ১৭৫৯ রান করেছেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেকে ধবন মাত্র ৮৫ বলে শতরান হাঁকিয়েছিলেন।
10/10

২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। ৩৬৩ রান করেছিলেন তিনি।
Published at : 24 Aug 2024 06:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















