এক্সপ্লোর
Indian Cricket Team: রোহিতের বদলে ভারতের নতুন ওয়ান ডে অধিনায়ক হয়েছেন শুভমন, লিস্ট এ ক্রিকেটে নেতা গিলের রেকর্ড কেমন?
Shubman Gill: শুভমন গিল এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি মিলিয়ে ভারতকে মোট ১১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তবে ওয়ান ডেতে কোনওদিন অধিনায়কত্ব করেননি তিনি।
টিম ইন্ডিয়ার টেস্টের পাশাপাশি ওয়ান ডেতে নেতা নির্বাচিত হয়েছেন গিল
1/9

গতকাল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম টেস্ট ম্য়াচ শেষেই আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে।
2/9

দল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচক অজিত আগরকরের তরফে এক বড় সিদ্ধান্তের কথাও জানানো হয়।
3/9

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা সত্ত্বেও রোহিত শর্মার বদলে শুভমন গিলকে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক করা হয়।
4/9

ইংল্যান্ড সফরের সময় থেকেই নাকি এই সিদ্ধান্ত ঘোষণা করার জন্য ভাবনাচিন্তা করা হচ্ছিল। প্রথমে অনেকেই সংশয় প্রকাশ করলেও, ইংল্যান্ডে শুভমনের পারফরম্যান্সের পর সংশয় কাটে এবং তাঁকে নেতা হিসাবে বেছে নেওয়া হয় বলে খবর।
5/9

টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১১ বার টিম ইন্ডিয়ার হয়ে অধিনায়কত্ব করলেও, গিল এর আগে ভারতকে ওয়ান ডেতে কোনওদিন নেতৃত্ব দেননি।
6/9

লিস্ট এ ক্রিকেটেও কিন্তু গিল খুব বেশি অধিনায়কত্ব করেননি। ১১০টি ম্য়াচের মধ্য়ে মাত্র ছয়টিতে তাঁকে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে।
7/9

২৫ বছর বয়সি তরুণ ভারতীয় ক্রিকেটার সেই ছয় ম্য়াচের মধ্যে পাঁচটিতে জিতেছেন এবং একটিতে হেরেছেন।
8/9

ছয় বছর আগে ওয়ান ডে অভিষেক ঘটালেও গিল অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র একটি ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
9/9

তাই স্বল্প অভিজ্ঞতাসম্পন্ন গিলের জন্য় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ান ডে অধিনায়কত্ব করাটা যে তাই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে, তা বলাই বাহুল্য।
Published at : 05 Oct 2025 09:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















