এক্সপ্লোর
South Africa: বিশ্বকাপে চুমু খাওয়ার এই তো সুযোগ, ড্রেসিংরুমে লুটোপুটি খাচ্ছেন প্রোটিয়া ক্রিকেটাররা
T20 World Cup 2024, SA vs AFG: ২০১৫ বিশ্বকাপের সেমিতে হারতে হয়েছিল কিউয়িদের বিরুদ্ধে। স্টেন, মর্কেল, তাহিররা পারেননি। সেই দুঃখ ভোলানোর পালা রাবাডাদের সামনে।
প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ফাইনালে দক্ষিণ আফ্রিকা (ছবি ইনস্টাগ্রাম)
1/8

এই মুহূর্তটার জন্যই তো কত লড়াই ছিল তাঁদের। সেই নব্বইয়ের দশক থেকেই লড়াইটা শুরু হয়েছিল। বারবার তীরে এসে তরী ডুবছিল। অবশেষে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বিশ্বকাপের মঞ্চে ফাইনালে উঠল। এইডেন মারক্রামের নেতৃত্ব টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হাতছানি প্রোটিয়া শিবিরের সামনে।
2/8

আফগানিস্তানে বিরুদ্ধে ৯ উইকেটে সহজ জয়ের পরই ড্রেসিংরুমে ফিল্লে উল্লাসে মেতে ওঠেন প্রোটিয়া ক্রিকেটাররা। প্রত্যেকেই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। চোখে জল ছিল সবার।
Published at : 27 Jun 2024 01:18 PM (IST)
আরও দেখুন






















