এক্সপ্লোর
Virat Kohli Records: টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির সামনে
ICC T20 World Cup 2024: গতকাল, ৩০ মে রাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে মুম্বই থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে একগুচ্ছ রেকর্ড গড়ার হাতছানি কোহলির সামনে (ছবি: কোহলির ফেসবুক)
1/10

এক দশকের অধিক সময় ধরে কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। সেই খরা কাটাতে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এবার মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যে যে বিরাট কোহলি খুবই গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
2/10

ইতিমধ্যেই ভারতীয় দল বিশ্বকাপের অনুশীলন শুরু করে দিয়েছে। বিরাট কোহলি খানিক দেরি করেই টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিচ্ছেন। তিনি গতকালই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন।
3/10

বিশ্বকাপের আগে বিরাট কোহলি সদ্য সমাপ্ত আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। ১৫০-র অধিক স্ট্রাইক রেটে রানও করেছেন তিনি। বিশ্বকাপেও তাঁর থেকে এমন পারফরম্যান্সের প্রত্যাশাতেই রয়েছে ভারতীয় দলের সমর্থকরা।
4/10

কোহলির বিশের বিশ্বকাপে রেকর্ড কিন্তু ঈর্ষণীয় বললেও কম বলা হয়। খেতাব জিততে ব্যর্থ হলেও নিজের ব্যক্তিগত পারফরম্যান্সে কিন্তু বারংবার নজর কেড়েছেন তিনি।
5/10

আসন্ন বিশ্বকাপেও 'কিং কোহলি'র সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। কী কী রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি?
6/10

কোহলি এখনও পর্যন্ত বিশের বিশ্বকাপে ১০৩টি চার মেরেছেন। এ বারের বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে আর মাত্র নয়টি বাউন্ডারি এলেই তিনি এই মেগা টুর্নামেন্টে সর্বাধিক চার মারা ক্রিকেটার হয়ে যাবেন। পিছনে ফেলবেন মাহেলা জয়বর্ধনেকে।
7/10

২০১৪ সালে বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১৯ রান করেছিলেন ছয় ম্যাচে। এক টুর্নামেন্টে তাঁর এই রানই সর্বকালের সর্বোচ্চ।
8/10

তবে এবারের বিশ্বকাপে দলের সংখ্যা বেড়েছে। তাই ম্যাচের সংখ্যাও স্বাভাবিকভাবেই বাড়বে। এক দল সর্বাধিক নয়টি ম্যাচ খেলতে পারেন। তাই নিজের সর্বোচ্চ রানের রেকর্ডও কিন্তু কোহলি নিজেই ভাঙতে পারেন।
9/10

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মোট রানের বিষয়েও কোহলি বাকি সবার থেকে এগিয়ে। ২৭ ম্যাচে তিনি ১১৪১ রান করেছেন। গড় ৮১.৫০, স্ট্রাইক রেট ১৩১.৩০।
10/10

কোহলি প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ১৫০০ রানের গণ্ডি পার করতে পারেন। তিনি কয়টি রেকর্ড গড়বেন, তা সময়ই বলবে। তবে কোহলির ফর্ম কিন্তু অনুরাগীদের আশা দিচ্ছে।
Published at : 31 May 2024 10:17 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
অটো
Advertisement
ট্রেন্ডিং
