এক্সপ্লোর
IND vs ENG 2nd Test: অনবদ্য শতরানে কিংবদন্তি সচিনদের সঙ্গে এক তালিকায় যশস্বী
Yashasvi Jaiswal: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৭৯ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল।

বিশাখাপত্তনমে যশস্বীর দুরন্ত শতরান (ছবি: পিটিআই)
1/8

বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিংহভাগ ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার দিনেই অনবদ্য শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। প্রমাণ করে দিলেন কেন তাঁকে ভবিষ্যতের তারকা বলা হচ্ছে।
2/8

প্রথম দিনশেষে ১৭৯ রানে অপরাজিত রয়েছেন যশস্বী। এই ইনিংসের সুবাদেই তিনি যোগ দিলেন সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রীদের বিশেষ তালিকায়।
3/8

রোহিত শর্মার মতো একাধিক টপ অর্ডার ব্যাটার যেখানে ইনিংসের শুরুটা ভাল করেও অর্ধশতরানের গণ্ডি অবধি পার করতে পারেননি, সেখানে যশস্বী কার্যত একা হাতেই ভারতের ইনিংস টানলেন।
4/8

প্রথমে পরিস্থিতি বুঝে দেখেশুনেই নিজের ইনিংসটা শুরু করেন যশস্বী। তারপর দিন গড়ালে তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট বাড়ে। ১৫১ বলে নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকান তরুণ ওপেনিং ব্যাটার।
5/8

মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে ২৩-র আগে দেশ এবং বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করলেন যশস্বী। তিনি বাদে সচিন, শাস্ত্রী ও বিনোদ কাম্বলির দখলে এই কীর্তি আছে।
6/8

হার্টলির বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। তাঁর ১৭৯ রানের ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও পাঁচটি ছক্কায়।
7/8

শ্রেয়স, পাতিদাররা বড় রান করতে না পারলেও, যশস্বী তাঁদের সঙ্গে পার্টনারশিপ গড়ে ভারতকে তিনশোর গণ্ডি পার করান।
8/8

তাঁর অপরাজিত ১৭৯ রানের ইনিংসের সুবাদেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে ভারতের স্কোর ৩৩৬/৬।
Published at : 02 Feb 2024 11:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
Advertisement
ট্রেন্ডিং
