এক্সপ্লোর
Cricketer Acted In Movies: কপিল থেকে ধবন, রুপোলি পর্দাতেও সাবলীল ২২ গজের এই ভারতীয় তারকারা
Cricketer Acted In Movies Update: ২২ গজে নজর কেড়েছেন তাঁরা। এমনকী বলিউডেও বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে তাঁদের। তালিকায় বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেবও রয়েছেন।

সিনেমায় কাজ করেছেন ধবন, কপিল দেব
1/9

তালিকায় সবার আগে থাকবেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। অনেক সিনেমাতেই বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কপিল।
2/9

দিল্লাগি ইয়ে দিল্লাগি, চ্যান কুলি কি ম্যান কুলি, ইকবাল প্রমুখ ছবিতে কাজ করেছেন কপিল দেব। তাঁর নিজের বায়োপিক '৮৩' -তে কপিলের চরিত্রে অবশ্য অভিনয় করেছেন রণবীর সিংহ।
3/9

কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর রয়েছেন তালিকায়। তিনিও বলিউডের বড়পর্দায় নজর কেড়েছেন ছোট ভূমিকায়।
4/9

মারাঠি ছবি সাভলি প্রেমাচি-তে অভিনয় করেছেন সুনীল গাওস্কর। বলিউডে মালামাল ছবিতে অভিনয় করেছেন তিনি।
5/9

ভারতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার শিখর ধবনও সিনেমাতে কাজ করেছেন।
6/9

হুমা কুরেশির সঙ্গে ডাবল XL - ছবিতে কাজ করেছেন শিখর ধবন।
7/9

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাজেডাও রুপোলি পর্দায় কাজ করেছেন।
8/9

২০০৩ সালে সুনীল শেট্টি, সানি দেওল অভিনীত খেল ছবিতে কাজ করেছেন। এছাড়াও পল পল দিল কে সাথ ছবিতে কাজ করেছেন।
9/9

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি তাঁর কেরিয়ার বারবার বিতর্কে জড়িয়েছেন। তিনিও অনর্থ, পল পল দিল কে সাথ ছবিতে কাজ করেছেন বলিউডে।
Published at : 11 Aug 2023 02:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
