এক্সপ্লোর
EB vs HFC: কমলজিৎ-র চোখধাঁধানো পারফরম্যান্স সত্ত্বেও হায়দরাবাদের বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল
East Bengal Football Team: এই পরাজয় সত্ত্বেও নয় ম্যাচে তিনটি জয়ের সুবাদে নয় পয়েন্ট নিয়ে লিগ তালিকার আট নম্বরেই রইল ইস্টবেঙ্গল।
কমলজিৎ-র অনবদ্য পারফরম্যান্স সত্ত্বেও ইস্টবেঙ্গলের হার (ছবি: আইএসএল)
1/9

জামশেদপুরের বিরুদ্ধে ৩-১ স্কোরলাইনে জয়ের প্রায় সপ্তাহ দু'য়েক পর ফের মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।
2/9

অপরদিকে নিজামের শহরের দলের লক্ষ্য ছিল ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে পৌঁছনো।
3/9

ম্যাচের শুরুর দিকে গত বারের চ্যাম্পিয়নদের শান্ত রাখতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। ম্যাচের সিংহভাগ লড়াইটাই মাঝমাঝে হচ্ছিল।
4/9

তবে হঠাৎ করেই ৩৭ মিনিটের মাথায় সবটা বদলে যায় লম্বা থ্রো থেকে মহম্মদ ইয়াসির ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে বল পেয়ে যান। চোথধাঁধানো ভলিতে দলকে এগিয়েও দেন তিনি।
5/9

প্রথমার্ধের নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে ও'ডোহার্টির পাস থেকে দুরন্ত গোল করার সুযোগ পেয়ে যান ক্লেটন সিলভা। তবে গোলকিপারকে কার্যত একা সামনে পেয়েও তিনি গোল করতে ব্যর্থ হন।
6/9

দ্বিতীয়ার্ধে মহেশ নাওরেমের দুরন্ত ক্রস থেকে হায়দরাবাদ পেনাল্টি বক্সে বল পেয়ে যান হাওকিপ। তাঁকে চ্যালেঞ্জ জানানোর কেউ না থাকলেও নিজের হেডার গোলে রাখতে পারেননি তিনি।
7/9

ম্যাচ যতই এগোয়,ততই হায়দরাদ আক্রমণের ঝাঁঝ বাড়তে থাকে। তবে একের পর এক সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন লাল হলুদ গোলরক্ষক কমলজিৎ সিংহ।
8/9

বাঁ-দিক থেকে হায়দরাবাদের বোর্জার একের পর এক ইস্টবেঙ্গকে চাপে ফেলে। শেষমেশ হাভি সিভেরিও ৮৫ মিনিটের মাথায় হায়দরাবদের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
9/9

ম্যাচে আর কোনও গোল না হওয়ায় ২-০ জিতে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল হায়দরাবাদ। ইস্টবেঙ্গল নয় পয়েন্ট নিয়ে আট নম্বরেই রইল।
Published at : 10 Dec 2022 12:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















