এক্সপ্লোর
Cristiano Ronaldo Birthday: তাঁর নামে আছে গ্যালাক্সি, বিমানবন্দর, জন্মদিনে এক নজরে রোনাল্ডোর না না অজানা তথ্য
Cristiano Ronaldo: আজ ৩৯-এ পা দিলেন মতান্তরে সর্বকালের সর্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

জন্মদিনে রোনাল্ডোর অজানা না না তথ্য (ছবি: রোনাল্ডোর ফেসবুক)
1/9

মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হিসাবে গণ্য করা হয় তাঁকে। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ ৩৯-এ পা দিলেন পর্তুগিজ কিংবদন্তি।
2/9

রোনাল্ডোর মা তিনি গর্ভে থাকার সময় গর্ভপাত করাতে চেয়েছিলেন, এই খবরটা এতদিনে প্রায় অনেকেরই জানা। কিন্তু শেষমেশ সিদ্ধান্ত বদল করেন তিনি। ছেলের নাম রাখেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রোনাল্ড রিগানের নামে।
3/9

রোনাল্ডোর ফুটবল যাত্রার শুরুটা হয় অ্যান্ডোরিনা নামক এক ছোট্ট ক্লাব থেকে। আট বছর বয়সে এই ক্লাবেই যোগ দেন 'সিআর৭'। এই ক্লাবেরই কিটম্যানের দায়িত্ব পালন করতেন রোনাল্ডোর বাবা হোসে দিনিস অ্যাভিইরো।
4/9

অবশ্য রোনাল্ডো মাত্র চার বছর কাটান এই ক্লাবের অ্যাকাডেমিতে। ১২ বছর বয়সেই তিনি স্পোর্টিং ক্লাব লিসবনের অ্যাকাডেমিতে যোগ দেন।
5/9

২০০৯ সালে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি (৮০ মিলিয়ন ইউরো) দিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রোনাল্ডোকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসের হয়ে নয় বছরে চারটি ব্যালন ডিঅর, দুইটি লা লিগা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনাল্ডো যে সেই চড়া ট্রান্সফার ফির প্রতি সুবিচার করতে পেরেছেন, তা বলাই বাহুল্য।
6/9

জাতীয় দলের জার্সি গায়ে রোনাল্ডো এখনও পর্যন্ত ২০৫টি ম্যাচ খেলে মোট ১২৮টি গোল করেছেন যা সর্বকালের সর্বোচ্চ।
7/9

রোনাল্ডোর জন্মস্থান মাদেইরাতে এক মিউজিয়াম রয়েছে যা তাঁর জীবন ও কেরিয়ারের বিভিন্ন সাফল্যকে তুলে ধরে। রোনাল্ডোর ব্যালন ডি'অরও রয়েছে এই মিউজিয়ামে।
8/9

এমনকী মাদেইরার বিমানবন্দরটিও ২০১৭ সালে রোনাল্ডোর নামে নামাঙ্কিত করে 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আন্তর্জাতিক বিমানবন্দর' করা হয়।
9/9

রোনাল্ডোর নামে যে শুধু বিমানবন্দর আছে তাই নয়, তাঁর নামে একটা গোটা গ্যালাক্সিও রয়েছে। ২০১৫ সালে ডেভিড সোরেলের খুঁজে পাওয়া দ্য কসমস রেডশিফট ৭ গ্যালাক্সি বা সিআর৭ গ্যালাক্সি রোনাল্ডোর নামেই নামাঙ্কিত হয়েছে।
Published at : 05 Feb 2024 05:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
