এক্সপ্লোর
Lionel Messi Vacation: সঙ্গী স্ত্রী আন্তোনেলা, বন্ধু সুয়ারেজ, কোপা জয়ের পর সমুদ্রসৈকতে ছুটি কাটাতে ব্যস্ত মেসি
Lionel Messi: সদ্যই নাগাড়ে দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয়ের নিরিখে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড় হয়ে গিয়েছেন লিওনেল মেসি।
সমুদ্র সৈকতে ছুটি কাটাতে ব্যস্ত মেসি (ছবি: আন্তোনেলার ইনস্টাগ্রাম)
1/9

সদ্যই লিওনেল মেসির নেতৃত্বে নাগাড়ে দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা।
2/9

কলম্বিয়াকে ফাইনালে পরাজিত করে নাগাড়ে তৃতীয় আন্তর্জাতিক ট্রফি উঠে মেসির হাতে। যুক্তরাষ্ট্রেই কোপা আমেরিকা জয়ের নিরিখে সফলতম দল হয় আর্জেন্তিনা।
3/9

সেই জয়ের পর আপাতত ছুটি কাটাতে ব্যস্ত 'এলএম ১০'। খবর অনুযায়ী মায়ামি ফ্লোরিডাতেই ছুটি কাটাচ্ছেন আর্জেন্তাইন কিংবদন্তি।
4/9

তবে তিনি একা নন, সঙ্গী হিসাবে স্ত্রী আন্তোনেলা তো রয়েইছেন। রয়েছেন আরেক তারকা ফুটবলার তথা মেসির দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজ এবং তাঁর স্ত্রীও।
5/9

সুয়ারেজ এবং মেসি উভয়েই মায়ামিরই ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেন। তবে আপাতত উভয়েই মাঠের বাইরে রয়েছেন। কারণ চোট।
6/9

কোপা আমেরিকার ফাইনালে পায়ে চোট পেয়ে আগেই মাঠ ছাড়তে হয় মেসিকে। ডাগআউটে তাঁকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।
7/9

মেসির গোড়ালিতে লাগা সেই চোট কিন্তু এখনও কমেনি। অনন্ত ছবি দেখে এমনটাই মনে হচ্ছে।
8/9

ছুটি কাটাতে গিয়ে হোক বা কোপা জয়ের জন্য ইন্টারের বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান, সর্বত্রই মেসিকে এক বিশেষ আবরণ ডান পায়ে পরে থাকতে দেখা গিয়েছে। পাকে আরও আঘাতের হাত থেকে বাঁচাতেই এই আবরণ পরা হয়।
9/9

এই চোটের কারণেই মাঝ সপ্তাহে মেসিকে মেজর লিগ সকারের অলস্টার ম্যাচে খেলতে দেখা যাবে না।
Published at : 23 Jul 2024 09:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















