এক্সপ্লোর
Gautam Gambhir: রােহিতদের নতুন হেডস্যার, নাইট কোচ ও ক্যাপ্টেন হিসেবেও একের পর এক সাফল্য পেয়েছিলেন গম্ভীর
Gautam Gambhir Stats in KKR: গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন ২০২৩ মরশুমের আগে। আর প্রথম বছরেই দলকে কাপ এনে দিয়েছন তিনি।
গৌতম গম্ভীর (ছবি এবিপি)
1/9

ভারতীয় ক্রিকেট দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে কাটিয়েছেন, ওপেন করতেন গম্ভীর। এছাড়া দলের অধিনাক হিসেবেই খেলতেন।
2/9

কেকেআর অধিনায়ক হিসেবে ২০১২ ও ২০১৪ দুটো মরশুমেই আইপিএল চ্যাম্পিয়ন খেতাব। ট্রফি ঝুলিতে পুরেছিলেন গম্ভীর।
3/9

চার হাজারের বেশি রান রয়েছে গম্ভীরের আইপিএল কেরিয়ারে। কিন্তু তার মধ্যে সিংহভাগই কেকেআর দলের জার্সিতে।
4/9

গম্ভীরই আইপিএলে একমাত্র টানা সবচেয়ে বেশি পাঁচটি অর্ধশতরান করার রেকর্ডের মালিক। ২০১২ সালে এই নজির গড়েছিলেন প্রাক্তন বাঁহাতি ওপেনার।
5/9

কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সর্বাধিক রান সংগ্রাহক গৌতম গম্ভীরই। ১২২ ম্য়াচে ৩৩৪৫ রান করেছেন তিনি।
6/9

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০৮ ম্য়াচে নেতৃত্ব দিয়ে ৬১ ম্য়াচ জিতেছেন। ফ্র্যাঞ্চাইজির আইপিএল ইতিহাসে সেরা অধিনায়ক।
7/9

গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন ২০২৩ মরশুমের আগে। আর প্রথম বছরেই দলকে কাপ এনে দিয়েছন তিনি।
8/9

কেকেআরের মেন্টর হিসেবে দলের বাইরে থেকে যাবতীয় নিয়ন্ত্রণ থাকত গম্ভীরের কাছেই। সুনীল নারাইনকে ওপেনিংয়ে খেলানোর ফাটকাও ছিল গম্ভীরেরই।
9/9

নাইট শিবিরে যোগ দেওয়ার আগে দুটো মরশুমে লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব সামলেছিলেন গম্ভীর। কে এল রাহুলের দলকেও সেমিতে তুলেছিলেন।
Published at : 10 Jul 2024 10:30 AM (IST)
View More
Advertisement
Advertisement






















